তিন ম্যাচ নিষিদ্ধ কাসেমিরোর পাশে কোচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৯ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৩
তিন ম্যাচ নিষিদ্ধ কাসেমিরোর পাশে কোচ

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়েছে ম্যানইউ। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ৬৬ মিনিটে একটি ফাউলের ঘটনায় বিবাদে জড়িয়ে পড়েন দুদলের খেলোয়াড়রা। তারই একপর্যায়ে মেজাজ হারিয়ে ক্রিস্টাল মিডফিল্ডার উইল হিউজের গলা চেপে ধরায় সরাসরি লাল কার্ড দেখেন ম্যানইউর ব্রাজিলীয় মিডফিল্ডার কাসেমিরো।

সহিংস আচরণের জন্য তিন ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হবে তাকে। পয়েন্ট টেবিলের তিনে থাকা ম্যানইউর জন্য যা হতে পারে বড় ধাক্কা। কোচ এরিক টেন হাগ অবশ্য শিষ্যের পাশেই দাঁড়িয়েছেন।

তার মতে, সীমা অতিক্রম করলেও সতীর্থকে রক্ষা করতে ও দলের লাল কার্ডের খাঁড়ায় প্রিমিয়ার লিগে দলের পরবর্তী তিন ম্যাচে খেলতে পারবেন না কাসেমিরো। লিগে দারুণ ছন্দে থাকা ইউনাইটেডের জন্য যা হতে পারে বড় ধাক্কা।

ম্যাচ শেষে টেন হেগ বলেন, “কাসেমিরো আমাদের খেলোয়াড়কে রক্ষা করেছে । যে খেলোয়াড় আক্রমণ করতে চায় তাকেও কিন্তু রক্ষা করেছে। কাসেমিরো তাকে আটকে রেখেছে। সে নিজেকে রক্ষা করেছে, সে কোনো খেলোয়াড়কে আঘাত করতে চায়নি। কাসেমিরো সীমা অতিক্রম করেছে ঠিকই, কিন্তু আরও অনেক খেলোয়াড় সীমা লঙ্ঘন করেছে।”

এদিকে এই ঘটনা আশা করেনি হেগ। একই সঙ্গে একজন খেলোয়াড় শাস্তি পাওয়ায় কিছুটা হতাশ ম্যানইউ কোচ। তিনি বলেন, “এটা অনেক কঠিন মুহূর্ত ছিল। দু'দলের খেলোয়াড়রা একে-অন্যর সাথে লড়াই করছে। দু'দলের থেলোয়াড়রা্ সীম অতিক্রম করেছে। তবে শুধু একজন খেলোয়াড় শাস্তি পেয়েছে । এঠা কোনোভাবেই ঠিক নয়।”

স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসি-হাকিমির গোলে জয়ের ধারা অব্যাহত পিএসজির

মেসি-হাকিমির গোলে জয়ের ধারা অব্যাহত পিএসজির

আল নাসেরের হয়ে রোনালদোর প্রথম গোল

আল নাসেরের হয়ে রোনালদোর প্রথম গোল

সমানে-সমানে লড়লো ভারত-বাংলাদেশের মেয়েরা

সমানে-সমানে লড়লো ভারত-বাংলাদেশের মেয়েরা

এমবাপ্পের সঙ্গে কোন সমস্যা নেই : মেসি

এমবাপ্পের সঙ্গে কোন সমস্যা নেই : মেসি