সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড: ৯ বছরে নেইমারের ষষ্ঠ পুরস্কার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৬ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩
সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড: ৯ বছরে নেইমারের ষষ্ঠ পুরস্কার

৯ বছরে ষষ্ঠবারের মতো সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড জয় করেছেন ব্রাজিলিয়ান প্লেমেকার নেইমার। এ পুরস্কারটি সাম্বা ডি’অর নামেও পরিচিত। এর আগে ২০১৪, ২০১৫, ২০১৭, ২০২০ ও ২০২১ সালেও নেইমার এ পুরস্কার জয় করেছিলেন। ২০০৮ সালে প্রথমবারের মতো প্রবর্তিত এ পুরস্কারটি জয় করেছিলেন কাকা।

ইউরোপে বর্ষসেরা ব্রাজিলিয়ান ফুটবলারকে এ সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম সাম্বাফুট এ পুরস্কারটি দিয়ে থাকে। সাংবাদিক, ফুটবলার ও সাম্বাফুটের অনলাইন পাঠকদের ভোটেই সেরা নির্বাচিত করা হয়।

গত বছর ক্লাব ফুটবলে পিএসজি ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন নেইমার। লিগ ওয়ানে এ মৌসুমে ১৮ ম্যাচে ১২ গোল করা ছাড়াও ১০টি অ্যাসিস্ট রয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি ম্যাচ সেরার পুরস্কারও। ১০ম লিগ শিরোপা জয়ে পিএসজির হয়ে এবারও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে, মোট ৩০ ফুটবলার পুরস্কারটির জন্য সংক্ষিপ্ত তালিকায় মনোনীত হয়েছিলেন। এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে সর্বোচ্চ ১২ জন ফুটবলার জায়গা পেয়েছেন।

লা লিগা থেকে জায়গা পেয়েছেন মাত্র ৪ ফুটবলার। তারা হলেন- ভিনিসিয়াস, রাফিনহা, রডরিগো ও এডার মিলিটাও। লা লিগা থেকে শুধু রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলোয়াড়েরা জায়গা পেয়েছেন এ তালিকায়।

এখন পর্যন্ত ৮ জন ফুটবলার এ পুরস্কার জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। তারা হলেন- কাকা, লুই ফাবিয়ানো, মাইকন, ফিলিপ কুতিনহো, রবার্তো ফিরমিনো ও অ্যালিসন একবার করে পুরস্কারটি জিতেছেন। তিনবার জিতেছেন ডিফেন্ডার থিয়াগো সিলভা।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

সৌদি আরবে খেলা মেসির জার্সির দাম কত?

সৌদি আরবে খেলা মেসির জার্সির দাম কত?

তোপের মুখে নেইমার

তোপের মুখে নেইমার

সব পেনাল্টি এক নম্বর প্লেয়ার নিবে, এমন নয়: এমবাপে

সব পেনাল্টি এক নম্বর প্লেয়ার নিবে, এমন নয়: এমবাপে

মিটে গেছে নেইমার-এমবাপের বিরোধ

মিটে গেছে নেইমার-এমবাপের বিরোধ