তোপের মুখে নেইমার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৭ পিএম, ০১ অক্টোবর ২০২২
তোপের মুখে নেইমার

ফাইল ফটো

সেলিব্রেটিদের সমর্থন লাভ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচনে তার প্রতি সমর্থন জানিয়ে দেশটির ফুটবল সুপার স্টার নেইমার নির্বাচনী প্রচারণার একটি গানের সঙ্গে নেচে টিকটক ভিডিও পোস্ট করেছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বিতর্কিত প্রার্থী জাইর বোলসোনারোকে সমর্থন জানিয়ে এবার বামপন্থীদের তোপের মুখে পড়েছেন ফুটবল তারকা নেইমার।

ব্রাজিল ও প্যারিস সেইন্ট জার্মেইর স্ট্রাইকার নেইমার এ মুহূর্তে ব্রাজিলের সবচেয়ে বিখ্যাত সেলিব্রেটি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই নেইমারই বোলসোনারোর নির্বাচনী প্রার্থীতা নম্বর ২২ নিজের আঙুলে বসিয়ে জিঙ্গেল নাচে মেতে উঠেন। সাবেক প্রেসিডেন্ট লুইস লুলা ডি সিলভার বিপক্ষে নির্বাচনের মাত্র তিনদিন আগে নেইমার এমন শোডাউন করেছেন।

নেইমারের এমন সমর্থনের প্রতি বোলসোনারো নিজের অভিমত দিতে একটুও দেরী করেননি। তবে নেইমারের এমন সমর্থন কোনোভাবেই মেনে নেয়নি বামপন্থী সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তথাকথিত গণতন্ত্রের অনুসারীদের আক্রমণের শিকার হয়েছেন’ বলে অভিযোগ করেছেন ব্রাজিলের তারকা ফুটবলার।

ব্রাজিলে প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে রোববার (২ অক্টোবর)। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন বর্তমান প্রেসিডেন্ট বোলসোনারো ও সাবেক প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডা সিলভা।

যদিও নেইমার তার তারকা খ্যাতিকে এভাবে কাজে লাগানোর কারণে সামাজিক যোগযোগ মাধ্যমের অন্যান্য ব্যবহারকারীদের সমালোচনার মুখে পড়েছেন। নেইমারের ইনস্টগ্রাম ও টুইটারের ফলোয়ার্সের সংখ্যা যথাক্রমে প্রায় ১৮০ ও ৫৮ মিলিয়ন।

সমালোচনাকারীদের মধ্যে ব্রাজিলের সাবেক স্ট্রাইকার ওয়াল্টার কাসাগ্রান্ডেও রয়েছেন। এ বিষয়ে এক কলামে কানাগ্রান্ডে লিখেছেন, এর মাধ্যমে নেইমারের পর্যাপ্ত সামাজিক সচেতনতার অভাব ফুটে উঠেছে। এতে তার সমস্ত অসঙ্গতি চোখে পড়েছে।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

দুর্দান্ত নেইমার-রিচার্লিসন, ঘানাকে উড়িয়ে দিল ব্রাজিল

দুর্দান্ত নেইমার-রিচার্লিসন, ঘানাকে উড়িয়ে দিল ব্রাজিল

সব পেনাল্টি এক নম্বর প্লেয়ার নিবে, এমন নয়: এমবাপে

সব পেনাল্টি এক নম্বর প্লেয়ার নিবে, এমন নয়: এমবাপে

পিএসজির ড্রেসিংরুমে নেইমার-এমবাপের তর্কাতর্কি

পিএসজির ড্রেসিংরুমে নেইমার-এমবাপের তর্কাতর্কি

আমরা তিনজন ভালো থাকলে পিএসজিও ভালো থাকবে: নেইমার

আমরা তিনজন ভালো থাকলে পিএসজিও ভালো থাকবে: নেইমার