ফিফার সর্বশেষ বিশ্ব র্যাঙ্কিংয়ে কোনো নড়চড় হয়নি বাংলাদেশের। আগের মতোই ১৮৪তম অবস্থানেই রয়েছে জামাল ভূঁইয়াদের দল। র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছে আর্জেন্টিনা এবং ব্রাজিল।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রকাশিত হালনাগাদ র্যাঙ্কিং থেকে এ তথ্য জানা গেছে।
চলতি মাসের ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে কাঠমান্ডুর পরিস্থিতির কারণে একটি ম্যাচ খেলার পরই দেশে ফিরতে হয়েছে বাংলাদেশ দলকে। মাঠে গড়ানো একমাত্র ম্যাচটিও গোলশূন্য ড্র হয়েছে।
ফলে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি হওয়ার সুযোগও কম। একই সাথে নেপালের অবস্থানও অপরিবর্তিত রয়েছে। সর্বশেষ হালনাগাদে নেপালের অবস্থান ১৭৬তম।
ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে উঠেছে স্পেন। এক লাফে দুইধাপ পিছিয়ে গেছে আর্জেন্টিনা, মেসির দেশের অবস্থানএখন তিন নম্বরে। এছাড়া একধাপ এগিয়ে দুই নম্বরে উঠেছে ফ্রান্স।
আর্জেন্টিনার সাথে ব্রাজিলও পিছিয়েছে। একধাপ পিছিয়ে নেইমারদের অবস্থান ৬ নম্বেরে। তবে একধাপ এগিয়ে পাঁচে উঠেছে পর্তুগাল।
এর আগে আগস্ট মাসে বাংলাদেশের নারী ফুটবল দল তাদের ইতিহাসের সেরা উন্নতি করেছিল। ফিফা নারী র্যাঙ্কিংয়ে এক লাফে ২৪ ধাপ উপরে উঠে ১০৪তম স্থানে উঠে আসে।