নেপালকে ৪ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের যুবারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৫
নেপালকে ৪ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের যুবারা

সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। প্রতিপক্ষ নেপালকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করলো লাল-সবুজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার মাটিতে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে বাংলাদেশ। প্রথমার্ধ জুড়ে নেপালের রক্ষণভাগ ছিল বাংলাদেশের আক্রমণ সামলাতে। তবে গোলে দেখা পেতে লেট হয় বাংলাদেশের।

ম্যাচের ৫ম মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল ফয়সাল। একেবারে একক প্রচেষ্টায় গোলরক্ষকের মুখোমুখি হলেও সুযোগটি কাজে লাগাতে পারেননি তিনি।

দ্বিতীয় দফায় ২৯তম মিনিটে আবারও সুযোগ আসে বাংলাদেশের। তবে এবার রিফাত কাজীর শট দারুণভাবে রুখে দেন নেপালের গোলরক্ষক রাম বাহাদুর বোহেরা।

অবশেষে ম্যাচের ৩১তম মিনিটে গোলের জট খুলে। অধিনায়ক ফয়সালের বাঁকানো কর্নার কিক বক্সের ভেতর বল পেয়ে যান রক্ষণভাগের খেলোয়াড় সাব্বির ইসলাম। সেখান থেকে বল জালে জড়িয়ে ১-০ ব্যবধানের লিড এনে দেন তিনি।

এগিয়ে থেকে বিরতির মাত্র তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন অপু রহমান। এরপর ৫০তম মিনিটে ২৫ গজ দূর থেকে বজ্রগতির শটে তৃতীয় গোল করেন মো. আরিফ। ফলে ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

ম্যাচের শেষ দিকে গোলের খাতা খুলেন মো. মানিক। তার গোলেই ৪-০ ব্যবধানে জয়ের অনুপ্রেরণামূলক সূচনা করে বাংলাদেশ।

গ্রুপের শেষ ম্যাচে ২১ সেপ্টেম্বর স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।



শেয়ার করুন :