চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির উইঙ্গার উসমানে দেম্বেলের হাতে উঠেছে ২০২৫ ব্যালন ডি’অর ট্রফি। অন্যদিকে, টানা তৃতীয়বার নারীদের বিভাগে সেরা হয়েছেন স্পেনের আইতানা বোনমাতি।
২৮ বছর বয়সী ফরাসি তারকা দেম্বেলে বার্সেলোনার তরুণ তুর্কি লামিন ইয়ামালকে পিছনে ফেলে এই ট্রফি জয় করেছেন। ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রড্রি জয় করেছিলেন ২০২৪ ব্যালন ডি’অর ট্রফি।
ফুটবলের সবচেয়ে মর্যাদাকর ব্যক্তিগত এই পুরস্কার হাতে নিয়ে দেম্বেলেকে বেশ আবেগী হতে দেখা যায়। আধুনিক ফুটবলের দুই বিশ্ব তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর আধিপত্য খর্ব করে গত বছর থেকে নতুন নতুন তারকাদের দেখা যাচ্ছে ব্যালন ডি’অর মঞ্চে।
২০১৮ সালে বিশ্বকাপ জয়ী ফরাসি দলেরও সদস্য ছিলেন বরুসিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড দেম্বেলে। গত মৌসুমে পিএসজির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় করেছেন ৩৫ গোল। পিএসজিকে উপহার দিয়েছেন ফরাসি লিগ ও কাপ ডাবল, সাথে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।
কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে পাড়ি জমানোর পর দেম্বেলে হয়ে উঠেন পিএসজির সেন্টার-ফরোয়ার্ড। ইতিহাসে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ে ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে পিএসজি।
প্যারিসের থিয়েটার ডু শার্লেটে গতকাল বর্ণাঢ্য অনুষ্ঠানে সেরার ট্রফি হাতে দেম্বেলে বলেন, “আমার সত্যিই বলার মত কোন ভাষা নেই। পিএসজির হয়ে এটা ছিল অসাধারণ একটি মৌসুম।”
এদিকে, নারীদের বিভাগে বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার বোনমাতিকে ছাড়িয়ে যাওয়ার মত কেউ ছিলেন না। যদিও স্প্যানিশ আরেক তারকা মারিওনা কারডেনটিকে পিছনে ফেলে বোনমাতি টানা তৃতীয়বারের মত ব্যালন ডি’অর ট্রফি নিজের করে নেন।
২৭ বছর বয়সী বোনমাতির স্পেন নারী ইউরো ২০২৫ ফাইনালে ইংল্যান্ডে কাছে পেনাল্টিতে পরাজিত হয়। এছাড়া ক্লাব মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে কালডেনটির আর্সেনালের কাছে হেরে যায় বোনমাতি বার্সেলোনা।