এমবাপ্পে-কাভানি ছাড়া ঘরের মাঠে হারলো নেইমারের পিএসজি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৮ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৯
এমবাপ্পে-কাভানি ছাড়া ঘরের মাঠে হারলো নেইমারের পিএসজি

২০১৮ সালের মে থেকে নিজেদের মাঠে অজেয়ই রয়ে গিয়েছিল প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। তবে রেকর্ডটা আর বাড়িয়ে নিতে পারলো না ফ্রান্সের জায়ান্ট ক্লাবটি। রেইমসের কাছে হার মানলো ২-০ গোলে। ফলে ঘরের মাঠে ১৬ মাস পর হারের স্বাদ পেলে নেইমারের পিএসজি।

লিগ ওয়ানের ম্যাচে মঙ্গলবার পিএসজির মাঠে খেলতে যায় রেইস। স্বাগতিকদের বিপক্ষে ওই ম্যাচে ২-০ গোলে জয় নিয়ে ফিরে দলটি। গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছিল ফরাসি চ্যাম্পিয়নরা। কিন্তু ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে নিজেদের সেই দুরন্ত দলের যেন ছায়া হয়েছিল পিএসজি।

চোটের কারণে পিএসজির হয়ে এ ম্যাচে মাঠে নামতে পারেনি কিলিয়ান এমবাপ্পে ও এডিনসন কাভানি। ম্যাচের ২৯তম মিনিটে স্বাগতিক দর্শকদের অবাক করে এগিয়ে যায় রেইস।

সতীর্থের কর্নারে হেডে বল জালে পাঠান ফরাসি মিডফিল্ডার কামারা। গোল হজমের পর আরেকটি ধাক্কা খায় পিএসজি। ৪৪ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন দলটির ক্যামেরুনের ফরোয়ার্ড এরিক মাক্সিম চুপো-মোটিং।

বিরতির পর ম্যাচে আধিপত্য ধরে রাখলেও গোলের দেখা পায়নি পিএসজি। আগের দুই ম্যাচে শেষ দিকে গোল করে দলের হার এড়ানো নেইমার ৮৪তম মিনিটে সুযোগ পেয়েছিলেন। তবে এ ম্যাচে দলকে উদ্ধার করতে পারেননি ব্রাজিলিয়ান এ তারকা। উল্টো যোগ করা সময়ের শেষ দিকে আরেক গোল খেয়ে বসে পিএসজি।

এ সময় অতিথিদের হয়ে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড দিয়া। ফলে নিজেদের জালে দুইবার বল গেলেই অতিথিদের জালে এমবারের জন্যও বল পাঠাতে পারেনি।

চলতি মৌসুমে লিগে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া পিএসজি সাত ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা অঁজি ১৫ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে।


শেয়ার করুন :


আরও পড়ুন

নারী সমর্থকদের পক্ষে উয়েফার দুর্দান্ত প্রতিবাদ

নারী সমর্থকদের পক্ষে উয়েফার দুর্দান্ত প্রতিবাদ

এক নজরে ফিফা বর্ষসেরা পুরস্কার

এক নজরে ফিফা বর্ষসেরা পুরস্কার

ফিফার বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি

ফিফার বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি

রিয়াল মাদ্রিদে ‘চাপে’ আছেন জিদান

রিয়াল মাদ্রিদে ‘চাপে’ আছেন জিদান