১৭২০ ক্রিকেটারকে ২ কোটি টাকা দিচ্ছে বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৩ এএম, ০২ মে ২০২১
১৭২০ ক্রিকেটারকে ২ কোটি টাকা দিচ্ছে বিসিবি

প্রাণঘাতি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আবারও লকডাউনে বাংলাদেশ। তার আগে থেকেই বন্ধ রয়েছে দেশের ঘরোয়া ক্রিকেট আসর। ফলে আর্থিক সঙ্কটের মধ্যে পড়েছেন জাতীয় দলের বাইরে থাকা অধিকাংশ খেলোয়াড়। তাদের সহায়তার জন্য এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নারী-পুরুষ মিলে দেশের মোট ১৭২০ ক্রিকেটারের তালিকা করেছে বিসিবি। তাদের জন্য প্রায় ২ কোটি টাকার প্রণোদনা দেবে দেশের ক্রিকেট বোর্ড। শনিবার (১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এ তথ্য জানিয়েছে।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ছাড়াও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের পুরুষ খেলোয়াড়রা পাবেন নগদ অর্থ। মেয়েদর জাতীয় দল, ইমার্জিং দল, অনূর্ধ্ব-১৯ দল, প্রিমিয়ার লিগ, জাতীয় লিগ, প্রথম বিভাগ ক্রিকেট লিগের খেলোয়াড়রাও বিসিবির এ প্রণোদনা পাবেন।

বিবৃতিতে বিসিবি জানায়, এক হাজার ৭২০ জন ক্রিকেটারদের দেওয়া হবে এ আর্থিক সহায়তা। এর মধ্যে ১ হাজার ৪৩২ জন পুরুষ ক্রিকেটার, ২৮৮ জন নারী ক্রিকেটার। বোর্ডের চুক্তিতে থাকা নারী ক্রিকেটাররাও আছেন এ তালিকায়।

করোনার কারণে গত বছরও চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের আর্থিক সহায়তা দিয়েছিল বিসিবি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কায় মেয়েদের দ্বিপাক্ষিক সিরিজের পরিকল্পনা বিসিবির

শ্রীলঙ্কায় মেয়েদের দ্বিপাক্ষিক সিরিজের পরিকল্পনা বিসিবির

শ্রীলঙ্কা সিরিজ শেষে টাইগারদের কেন্দ্রীয় চুক্তি

শ্রীলঙ্কা সিরিজ শেষে টাইগারদের কেন্দ্রীয় চুক্তি

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের প্রাথমিক দলে ইমরুল কায়েস

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের প্রাথমিক দলে ইমরুল কায়েস

ডাগআউটে বসেও টেস্ট রোমাঞ্চে মুগ্ধ শরিফুল

ডাগআউটে বসেও টেস্ট রোমাঞ্চে মুগ্ধ শরিফুল