সাকিব-তামিম-জ্যোতিদের ঈদ শুভেচ্ছায় ‘বিশেষ বার্তা’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৭ পিএম, ১৫ মে ২০২১
সাকিব-তামিম-জ্যোতিদের ঈদ শুভেচ্ছায় ‘বিশেষ বার্তা’

পুরো একমাস রমজান শেষে পালিত হলো পবিত্র ঈদুল ফিতর। গতবারের মতো এবারও করোনার মহামারির মধ্যে উদযাপিত হয়েছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। করোনার কারণে এবারও দেশবাপী নানা বিধিনিষেধ ও শঙ্কার মধ্যে পালিত হয়েছে ঈদ।

করোনার কারণে সাধারণ মানুষের চেয়ে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ছিল আলাদা নির্দেশনা। স্বাস্থ্যবিধি মানা ছাড়াও নিষেধাজ্ঞা ছিল জনসমাগমে না যাওয়ার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কঠোর এ নির্দেশনা মেনেই তারা ঈদ উদযাপন করেছেন। নিজেরা সচেতন থাকার পাশাপাশি সবাইকে বার্তাও দিয়েছেন তারা। একই সাথে দেশবাসীকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।

যেকোন তথ্য কিংবা শুভেচ্ছা জানানোর সবচেয়ে বড় মাধ্যম এখন স্যোশাল মিডিয়া। জাতীয় দলের ক্রিকেটাররাও সেটাই ব্যবহার করেছেন। দেশে থাকলেও হোটেলবন্দি কোয়ারেন্টাইনে রয়েছেন সাকিব আল হাসান। সেখান থেকেই নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দে|শবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেন, ‘এই ঈদে, আসুন আমরা আমাদের প্রিয়জনদের সুরক্ষার জন্য ঘরে থেকে উদযাপন করি। সবার জীবনে বয়ে আনুক আশীর্বাদ ও আনন্দ। সবাইকে ঈদ মোবারক।’

ফেসবুকে নিজের পেজে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন। সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। যে যেখানেই আছেন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে নিরাপদে ঈদ করুন।’

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘ঈদের আনন্দের পরিপূর্ণ হোক আপনার ঘর। ফিরে আসুক আবার উৎসবের চিরায়ত আনন্দ আমাদের ঘরে। সবাইকে ঈদ মোবারক।’

সাকিবের মতো ভারত থেকে ফিরে স্ত্রীসহ হোটেলবন্দি রয়েছেন মোস্তাফিজুর রহমান। পরিবার ছাড়া কোয়ারেন্টাইনেই কেটেছে তাদের ঈদ। মোস্তাফিজ তার ফেসবুক পেজে লিখেন, ‘ঈদ মোবারক! সবাইকে ঈদের শুভেচ্ছা। সুরক্ষিত থাকুন, মাস্ক পরুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন।’

বাংলাদেশ নারী ক্রিকেট দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান নিগার সুলতানা জ্যোতি তার ফেসবুক পেজে লিখেছেন, ‘সারা বিশ্বের সাথে বাংলাদেশও করোনার সাথে লড়ছে। একমাস সিয়াম সাধনার পর আমাদের সামনে এসেছে ঈদের আনন্দ। এ আনন্দ যেন কোনমতেই কারো জন্য বিষাদে পরিণত না হয়, তাই সকলেই স্বাস্থ্য বিধি মেনে চলবো। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা... ঈদ মোবারক।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

‘বন্দিশালা’য় সাকিব-মোস্তাফিজ, পরিবার ছাড়া ঈদ

‘বন্দিশালা’য় সাকিব-মোস্তাফিজ, পরিবার ছাড়া ঈদ

১৭২০ ক্রিকেটারকে ২ কোটি টাকা দিচ্ছে বিসিবি

১৭২০ ক্রিকেটারকে ২ কোটি টাকা দিচ্ছে বিসিবি

ইংল্যান্ডের হয়ে আইপিএল ভাবনায় আমির!

ইংল্যান্ডের হয়ে আইপিএল ভাবনায় আমির!

সুইজারল্যান্ড যাচ্ছেন রোমান সানারা

সুইজারল্যান্ড যাচ্ছেন রোমান সানারা