শঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করুন : মুুুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৫ এএম, ২৮ মে ২০২১
শঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করুন : মুুুশফিক

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজ জয় নিশ্চিত করার পরও আইসিসি সুপার লিগের পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার জন্য তৃতীয় ম্যাচ জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ। দেশের এ ক্রান্তি লগ্নে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় অবশ্যই বড় অর্জন। এ সময়ে সিরিজ জয়ের পাশাপাশি দেশের মানুষকে সচেতনতার জন্য ভিডিও বার্তা দিয়েছেন মুশফিকুর রহিম।

মুশফিক তার ভিডিও বার্তায় বলেন, 'আমরা মাঠে যুদ্ধ করে যাচ্ছি কিন্তু আমাদের এখন সবচেতে বড় যে যুদ্ধ চলছে তা হলো মাঠের বাইরে করোনার সাথে। তো আমি আশা করি এবং দোয়া করি সবাই সকল স্বাস্থ্য বিধি মেনে চলবেন এবং সবসময় সতর্ক হয়ে চলাফেরা করবেন। এছাড়াও এর সাথে আরও একটি নতুন রোগ এসেছে যার নাম ব্ল্যাক ফাঙ্গাস বা ইয়োলো ফানগাই যাই বলুন না কেন। সেটা আমাদের অসচেতনায় চার জন মানুষকে আক্রমণ করেছে। এর মধ্যে একজন সংক্রমিত হয়ে মারা গেছে। এ অবস্থায় আপনারা শঙ্কিত না হয়ে আমার মনে হয় সতর্কতা অবলম্বন করলে রেহাই পাবেন।'

এছাড়াও দেশে করোনার পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাস নামক নতুন এক রোগের প্রাদুর্ভাব বেড়েছে। এ অবস্থায় দেশের মানুষকে সতর্ক থাকতে বলেছেন মুশফিক। জনসমাগম এড়িয়ে থাকা এবং রোগ ছড়াতে পারে এমন পরিবেশ থেকে দূরে থাকারও অনুরোধ করেছেন তিনি।

এ বিষয়ে মুশফিক বলেছেন, 'সঠিক সময়ে চেষ্টা করুন জণসমাগম এড়িয়ে চলতে। স্যাতসেতে বা ধুলোবালি থেকে দূরে থাকার চেষ্টা করুন।' এছাড়াও সুস্থ সবল থাকার জন্য আল্লাহর উপরে ভরসা রাখতে বলেছেন তিনি।

তিনি বলেন, 'একমাত্র সতর্কতা এবং আল্লাহর অশেষ রহমত পারে আমাদের এ সংকটাপূর্ণ অবস্থা থেকে রক্ষা করতে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে এ মহামারি থেকে রক্ষা করে এবং আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।'

 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যারিয়ার সেরা ফিটনেসে আছি : রিয়াদ

ক্যারিয়ার সেরা ফিটনেসে আছি : রিয়াদ

সেরা খেলাটা এখনও বাকি বাংলাদেশের

সেরা খেলাটা এখনও বাকি বাংলাদেশের

ডিপিএলের প্রাথমিক পরীক্ষায় ৯ জন করোনা পজিটিভ

ডিপিএলের প্রাথমিক পরীক্ষায় ৯ জন করোনা পজিটিভ

সিপিএলে ফিরছেন সাকিব

সিপিএলে ফিরছেন সাকিব