টোকিও অলিম্পিকে গিয়ে নিখোঁজ উগান্ডার অ্যাথলেট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫১ এএম, ১৮ জুলাই ২০২১
টোকিও অলিম্পিকে গিয়ে নিখোঁজ উগান্ডার অ্যাথলেট

নানা জল্পনা কল্পনার পর অবশেষে শুরু হতে যাচ্ছে অলিম্পিক। এবারের আসর অনুষ্ঠিত হচ্ছে জাপানের টোকিওতে। ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের অ্যাথলেটরা পৌঁছে গেছেন জাপানে। অলিম্পিক শুরুর আগেই খারাপ সংবাদ আসলো আয়োজকদের জন্য। অলিম্পিকে অংশ নিতে জাপান পৌঁছার পর নিখোঁজ উগান্ডার এক অ্যাথলেট। বিষয়টি নিশ্চিত করেছেন ইজুমিসানো সিটি কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের মতে, পশ্চিম জাপানের একটি প্রশিক্ষণশিবির থেকে উগান্ডার জাতীয় দলের একজন ক্রীড়াবিদ নিখোঁজ হন। স্থানীয় কর্মকর্তারা বলছেন, এ ঘটনা সম্পর্কে দলটির পক্ষ থেকে শুক্রবার (১৬ জুলাই) জানানোর পর পুলিশ তাকে খুঁজে বের করার তৎপরতা শুরু করেছে। উগান্ডা থেকে আসা দলটি ওই এলাকাতেই অবস্থান করছে।

নিখোঁজ হওয়া অ্যাথলেটের নাম জুলিয়াস সেকিতুলেকো। ২০ বছর বয়সী এই অ্যাথলেট একজন ভারোত্তোলক। উগান্ডার ভারোত্তোলন ফাউন্ডেশনের সভাপতি সেলিম মুসোকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে অতি দ্রুত অ্যাথলেটকে খুঁজে বের করতে আয়োজকরা চেষ্টা করবে বলে আশা ব্যক্ত করেন।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

বিরল রেকর্ড গড়লেন আয়ারল্যান্ডের সিমি সিং, যা ক্রিকেট ইতিহাসে প্রথম

বিরল রেকর্ড গড়লেন আয়ারল্যান্ডের সিমি সিং, যা ক্রিকেট ইতিহাসে প্রথম

উইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে আবারও পরাস্ত অস্ট্রেলিয়া

উইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে আবারও পরাস্ত অস্ট্রেলিয়া

সিরি-এ’তে নিষিদ্ধ সবুজ জার্সি

সিরি-এ’তে নিষিদ্ধ সবুজ জার্সি

আর্জেন্টিনার কোপা শিরোপা বাংলাদেশকে ‘উৎসর্গ’

আর্জেন্টিনার কোপা শিরোপা বাংলাদেশকে ‘উৎসর্গ’