চাহারের প্রস্তাবে সাড়া দেওয়া কে এই নারী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৭ এএম, ০৯ অক্টোবর ২০২১
চাহারের প্রস্তাবে সাড়া দেওয়া কে এই নারী

চলমান আইপিএলে ভরা ক্রিকেটের আবহে বাতাসে যেন প্রেম ছড়িয়ে দিলেন দীপক চাহার। আইপিএলের মঞ্চে মিষ্টি প্রেমযাপনের সাক্ষী থাকলো হাজারও ক্রিকেট ভক্ত। ম্যাচের মাঝেই বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন চেন্নাই সুপার কিংসের দীপক চাহার। গ্যালারিতে ওঠে এমন প্রস্তাবে জয়া ভরদ্বাজও রাজি হয়ে যান।

ক্রিকেট কিংবা ফুটবল ম্যাচের গ্যালারিতে বিয়ের প্রস্তাব দেওয়ার এমন ঘটনা এখন প্রায়ই ঘটছে। তবে দীপক চাহারের এ ঘটনাটি একটু ব্যতিক্রম। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হেরে যাওয়া ম্যাচে চেন্নাইয়ে বোলার বান্ধবীকে দিয়ে বসেন বিয়ের প্রস্তাব।

নেট মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে তাদের স্থিরচিত্র। ভিডিও ক্লিপও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এখন একটা প্রশ্ন ঘুরছে, সদাহাস্যজ্বল কে এই রমণী?

দীপক চাহারের এ বান্ধবির নাম জয়া ভরদ্বাজ। ভারতের দিল্লিতে জন্ম জয়ার। তবে কর্মসূত্রে কর্পোরেট জগতের সঙ্গে যুক্ত তিনি। এছাড়া জয়ার আরও একটি পরিচয় রয়েছে।

‘বিগ বস’-এর সাবেক প্রতিযোগী সিদ্ধার্থ ভরদ্বাজের বোন জয়া ভরদ্বাজ। সিদ্ধার্থ ‘বিগ বস ৫’ এবং ‘স্প্লিটস ভিলা ২’-তে অংশ নিয়েছিলেন। অর্থাৎ, দীপকের বাগদানের সঙ্গে ভারতীয় ক্রিকেট এবং বিনোদন জগতের সম্পর্ক আরও মজবুত হলো বলেই ধরে নেওয়া হচ্ছে।

এছাড়া ক্রিকেটার চাহারের সঙ্গেও বলিউডের যোগসূত্র রয়েছে। মডেল ও অভিনেত্রী মালতী চাহারের ভাই। আর এক ভাই রাহুল ক্রিকেটার। তিনি মুম্বাই ইন্ডিয়ান্স দলে রয়েছেন। ধারণা করা হচ্ছে, যশপ্রীত বুমরা, যুজবেন্দ্র চহাল, হার্দিক পাণ্ড্যর পর খুব শিঘ্রই চাহারেও বসতে যাচ্ছেন বিয়ের পিঁড়িতে। হয়তো আইপিএল শেষে দুবাই থেকেই ফিরেই দু’জনে বিয়ে করে নিতে পারেন।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইসিসির আরও ইভেন্ট আয়োজন করতে চায় ভারত

আইসিসির আরও ইভেন্ট আয়োজন করতে চায় ভারত

দুর্দান্ত সাকিব-খরুচে মোস্তাফিজ, রাজস্থানের বিদায়

দুর্দান্ত সাকিব-খরুচে মোস্তাফিজ, রাজস্থানের বিদায়

চেন্নাই স্কোয়াডে স্যাম কারানের বদলি ড্রেকস

চেন্নাই স্কোয়াডে স্যাম কারানের বদলি ড্রেকস

শাস্ত্রীর পথে হাটছেন ভারতীয় দলের ট্রেনার

শাস্ত্রীর পথে হাটছেন ভারতীয় দলের ট্রেনার