চীনে এশিয়ান গেমস স্থগিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৯ পিএম, ০৬ মে ২০২২
চীনে এশিয়ান গেমস স্থগিত

আগে থেকেই গুঞ্জন ছিল স্থগিত হতে পারে এশিয়ান গেমসের ১৯তম আসর। শেষ পর্যন্ত সেই শঙ্কায় সত্যি হয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে বাতিল করা হয়েছে চীনে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের ১৯তম আসর।

চীনের হাংঝু শহরে চলতি বছরের ১০-২৫ সেপ্টেম্বর আয়োজিত হওয়ার কথা ছিল এশিয়ান গেমসের। এ নিয়ে তৃতীয়বারের মতো এশিয়ান গেমসের আয়োজক হয়েছিল চীন। এর আগে ১৯৯০ সালে বেইজিং এবং ২০১০ সালে গুয়াংজুতে এশিয়ান গেমস আয়োজন করা হয়।

শুক্রবার (৬ মে) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বৈঠকে বসে এশিয়ান অলিম্পিক কাউন্সিল (ওসিএ)। সেখানেই পরিস্থিতি বিবেচনায় এশিয়ান গেমসের স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

চীনের দ্বিতীয় বৃহত্তম শহর সাংহাইসহ বিভিন্ন জায়গায় বেড়ে চলেছে করোনার প্রকোপ। এই কারণে সেখানে চালু করা হয়েছে করোনা সতর্কতা। এদিছাড়া হাংঝু সাংহাইয়ের কাছের একটি শহর। এই বিবেচনা করেই এশিয়ান গেমস স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ওসিএ জানিয়েছে, এশিয়ান গেমস স্থগিত করা হলেও খুব শীঘ্রই গেমসের নতুন তারিখ ঘোষণা করা হবে। সবার সাথে আলোচনা করে তবেই নতুন তারিখের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবেও বলে জানানো হয়েছে।

হাংঝু এশিয়ান গেমসে অনুষ্ঠিত হবে ৬১ ডিসিপ্লিনের খেলা। এবারের আসরে ১১ হাজার অ্যাথলেটের অংশ নেওয়ার কথা রয়েছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

চায়না এশিয়ান গেমস দিয়ে ১১ বছর পর ফিরছে ক্রিকেট

চায়না এশিয়ান গেমস দিয়ে ১১ বছর পর ফিরছে ক্রিকেট

মুসলিম ‘গণহত্যা’য় বেইজিং অলিম্পিক বয়কট, চীনের হুঁশিয়ারি

মুসলিম ‘গণহত্যা’য় বেইজিং অলিম্পিক বয়কট, চীনের হুঁশিয়ারি

ইতিহাস গড়ে ইংলিশ ক্লাব মাঠে ঈদের নামাজ

ইতিহাস গড়ে ইংলিশ ক্লাব মাঠে ঈদের নামাজ

২০ সদস্যের বাংলাদেশ হকি দলে নতুন মুখ একজন

২০ সদস্যের বাংলাদেশ হকি দলে নতুন মুখ একজন