কুয়েতে বাংলাদেশসহ ৬ দেশের টি-টোয়েন্টি টুর্নামেন্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৯ পিএম, ৩১ মে ২০২২
কুয়েতে বাংলাদেশসহ ৬ দেশের টি-টোয়েন্টি টুর্নামেন্ট

টুর্নামেন্টে বাংলাদেশ দল, ছবি: সাদেক রিপন

কুয়েতে প্রবাসীদের নিয়ে শুরু হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। কুয়েত ক্রিকেট কাউন্সিল আয়োজনে এ টুর্নামেন্টের বাংলাদেশসহ ৬ দেশের প্রবাসীরা অংশগ্রহণ করবেন। বৃহস্পতিবার (২ জুন) থেকে শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ এবং পাকিস্তান।

কুয়েতের স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় দেশটি সোলবিয়া ক্রিকেট মাঠে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়া বাকি পাঁচ দল হলো- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, স্বাগতিক কুয়েত এবং আফগানিস্তান।

বুধবার (১ জুন) কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান বাংলাদেশ টিমের জার্সি উদ্বোধন করবেন।

উদ্বোধনী ম্যাচের পর বাংলাদেশের পরবর্তী ম্যাচে প্রতিদ্বন্দ্বী আফগানিস্তানের প্রবাসীরা। শুক্রবার (৩ জুন) সন্ধ্যা ৭টায় একই মাঠে অনুষ্ঠিত হবে। এরপর ৪ জুন বিকেল সাড়ে ৩টায় ভারত, ৫ জুন বিকেল ৫টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবেন বাংলাদেশের প্রবাসীরা।

৬ জুন রাত সাড়ে ৮ টায় কুয়েতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টে সবগুলো ম্যাচ শেষে পয়েন্টপ্রাপ্তির ভিত্তিতে চ্যাম্পিয়ন দল নির্বাচন করা হবে। চ্যাম্পিয়ন ও রানাস-আপ দলকে নগদ অর্থ পুরস্কার এবং ট্রফি দেওয়া হবে।

সাদেক রিপন (কুয়েত প্রতিনিধি)/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

ঘরের মাঠে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচি প্রকাশ

ঘরের মাঠে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচি প্রকাশ

দেশের স্বাস্থ্যখাতে বিশ লাখ ডলার অনুদান দিলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

দেশের স্বাস্থ্যখাতে বিশ লাখ ডলার অনুদান দিলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

‘মোবাইল হাসপাতাল ও তথ্যপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা করবেন আফ্রিদি

‘মোবাইল হাসপাতাল ও তথ্যপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠা করবেন আফ্রিদি

আইপিএলের সম্প্রচারস্বত্ব কিনতে আগ্রহী গুগল-অ্যামাজন

আইপিএলের সম্প্রচারস্বত্ব কিনতে আগ্রহী গুগল-অ্যামাজন