বিসিবি নির্বাচন: বুলবুলের চি‌ঠির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৬ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৫
বিসিবি নির্বাচন: বুলবুলের চি‌ঠির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বি‌সি‌বি) নির্বাচ‌নে জেলা ও বিভা‌গের অ্যাডহক ক‌মি‌টি থে‌কে কাউন্সিলর করেতে বি‌সি‌বি সভাপ‌তি আমিনুল ইসলাম বুলবুলের চি‌ঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আজই (সোমবার) শুনানি হতে পারে।

এর আগে সোমবার টাঙ্গাইলের তপন, লক্ষ্মীপুরের কামরুল, গোপালগঞ্জের খসরু ও রাজবাড়ী থেকে দুলালসহ মোট চারজন বাদী হয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

ঘোষিত তফসিল মতে, বিসিবি নির্বাচন ৬ অক্টোবর। এর আগে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হিসেবে মনোনীত হয়ে নির্ধারিত সময়ের মধ্যে বিসিবিতে ফর্ম জমা দিয়েছিলেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। তবে অ্যাডহক কমিটি থেকে যেসব জেলা ক্রীড়া সংস্থা কাউন্সিলরের জন্য মনোনয়ন দেয়নি তাদের আবেদন বাতিল করে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর দিতে চিঠি দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

জানা গেছে, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের স্বাক্ষরে বিসিবিতে ৫৩টি ফর্ম জমা পড়েছে। যার মধ্যে বেশ কয়েকটি জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটির বাইরে গিয়ে কাউন্সিলর মনোনয়ন করা হয়েছে। তবে এনএসসি’র ঘোষিত অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর না দেওয়ায় সেগুলো বাতিল করেন বিসিবি সভাপতি।

বাতিল করা ছাড়াও নিজে সই করে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে চিঠি দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি সভাপতির এমন নির্দেশ দেওয়া ক্ষমতা নেই এবং নির্বাচন নিয়ে বিসিবি সভাপতি নোংরামি করছেন বলে অভিযোগ করেছেন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা দেওয়া তামিম ইকবাল।

বিসিবির সভাপতির এমন কর্মকাণ্ড নিয়ে রোববার আয়োজিত একটি সংবাদ সম্মেলনে এমন কথা বলেন সাবেক অধিনায়ক তামিম ইকবার। একই অনুষ্ঠানে জেলা ও ক্লাব পর্যায়ের বিভিন্ন কাউন্সিলারও উপস্থিত ছিলেন।

তামিম ইকবালের সংবাদ সম্মেলনের পর এবার হাইকোর্টে এ বিয়য়ে নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হলো।


বিষয়ঃ

শেয়ার করুন :