বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলার পরিবর্তনে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো চিঠির কার্যকারিতা স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত করা হয়েছে। এর ফলে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতা বহাল থাকলো।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের পাঠানো চিঠির কার্যকারিতা স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। একই দিন সকালে চারজন সভাপতির চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন।
বুলবুলের চিঠির কার্যকারিতা স্থগিত, পরিবর্তন হবে না কাউন্সিলর
হাইকোর্টের আদেশে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহোক কমিটি থেকে কাউন্সিলার চাওয়া সংক্রান্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলামের পাঠানো চিঠির কার্যকারিতা স্থগিত করেন।
তবে হাইকোর্টের সেই আদেশের বিপক্ষে সরকার আপিল করলে দুপুরে দেওয়া আদেশ স্থগিত করা হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এ আদেশের ফলে দুপুরে দেওয়া হাইকোর্টে আদেশের কার্যকারিতা থাকলো না।
বিসিবির নির্বাচন ৬ অক্টোবর
অর্থ্যাৎ, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহোক কমিটি থেকে কাউন্সিলার চাওয়া সংক্রান্ত বিসিবি সভাপতির চিঠি বৈধতা পেল।
হাইকোর্টের রায় চেম্বার আদালতে স্থগিত হওয়া সংক্রান্ত আদেশের বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেই নিশ্চিত করা হয়েছে।