২০২১ সাল পর্যন্ত ডেভিস ও ফেড কাপের ফাইনাল স্থগিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৬ এএম, ২৯ জুন ২০২০
২০২১ সাল পর্যন্ত ডেভিস ও ফেড কাপের ফাইনাল স্থগিত

ফেড কাপ ও ডেভিস কাপের ফাইনাল ২০২১ সালের এপ্রিল ও নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। ২০২১ সালের ২২ নভেম্বর থেকে মাদ্রিদে শুরু হওয়া ডেভিস কাপের ফাইনালে যুক্তরাজ্যসহ ৮টি দল অংশ নেবে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মেক্সিকোতে ফেড কাপ প্লে-অফে রেলিগেশন এড়াতে অবশ্যই জিততে হবে যুক্তরাজ্যকে। প্রথমবারের মতো ১২ দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য ফেড কাপ ফাইনাল ২০২১ ’র ১৩-১৮ এপ্রিল বুদাপেস্টে আয়োজিত হবে। তবে এ ফাইনালে খেলতে পারছে না যুক্তরাজ্য।

যুক্তরাজ্য যদি মেক্সিকোকে পরাজিত করতে পারে তাহলে ২০২২ এর ফাইনালে খেলার সুযোগ পাবে। যদি তারা প্লে-অফে পরাজিত হয় তবে রেলিগেটেড হয়ে ইউরোপ/আফ্রিকা জোনে নেমে যাবে।

গত বছর ২৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে যুক্তরাজ্যের নারী দল বিশ্ব গ্রুপ লেভেলে উন্নীত হয়েছিল। ২০১৯ সালে গ্রেট বৃটেন ডেভিস কাপের সেমিফাইনালে স্পেনের কাছে পরাজিত হয়েছিল।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

জকোভিচের পর এবার কোচও করোনা আক্রান্ত

জকোভিচের পর এবার কোচও করোনা আক্রান্ত

করোনা নিয়ে খেলতে এসেছিল দিমিত্রভ, দাবি জোকোভিচের বাবার

করোনা নিয়ে খেলতে এসেছিল দিমিত্রভ, দাবি জোকোভিচের বাবার

করোনায় আক্রান্ত দিমিত্রভ, কাঠগড়ায় জকোভিচ

করোনায় আক্রান্ত দিমিত্রভ, কাঠগড়ায় জকোভিচ

স্ত্রীসহ করোনায় আক্রান্ত জকোভিচ

স্ত্রীসহ করোনায় আক্রান্ত জকোভিচ