নাদালের আরও কাছে ফেদেরার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২২ এএম, ৩১ জানুয়ারি ২০১৮
নাদালের আরও কাছে ফেদেরার

অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা জিতে এটিপি বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা রাফায়েল নাদালের থেকে রেটিং পয়েন্টের ব্যবধান ১৫৫’তে নামিয়ে এনেছেন সুইস সুপারস্টার রজার ফেদেরার।

মেলবোর্নে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া নাদালের পয়েন্ট যেখানে ৯৭৬০ সেখানে সদ্য প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী ফেদেরারের প্রাপ্ত রেটিং পয়েন্ট ৯৬০৫।

ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ান মারিন সিলিচ তিন ধাপ উপরে ওঠে ক্যারিয়ার সেরা তৃতীয় স্থানে রয়েছেন। এদিকে সেমিফাইনালে ওঠে চমক দেখানো কোরিয়ান বিস্ময় চুং হেয়ং ২৯ ধাপ উপরে ওঠে র‌্যাঙ্কিংয়ের ২৯তম স্থানে রয়েছেন।

শীর্ষ ১০ এটিপি র‌্যাঙ্কিং :
১. রাফায়েল নাদাল (স্পেন) : রেটিং পয়েন্ট ৯৭৬০
২. রজার ফেদেরার (সুইজারল্যান্ড) : রেটিং পয়েন্ট ৯৬০৫
৩. মারিন সিলিচ (ক্রোয়েশিয়া) : রেটিং পয়েন্ট ৪৯৬০
৪. গ্রিগর দিমিত্রভ (বুলগেরিয়া) : রেটিং পয়েন্ট ৪৬৩০
৫. আলেক্সান্দার জেভরেভ (জার্মানি) : রেটিং পয়েন্ট ৪৬১০
৬. ডোমিনিক থেইম (অস্ট্রিয়া) : রেটিং পয়েন্ট ৪০৬০
৭. ডেভিড গোভিন (বেলজিয়াম) : রেটিং পয়েন্ট ৩৪৬০
৮. জ্যাক সক (যুক্তরাষ্ট্র) : রেটিং পয়েন্ট ২৮৮০
৯. হুয়ান মার্টিন ডেল পোত্রো (আর্জেন্টিনা) : রেটিং পয়েন্ট ২৮১৫
১০. পাবলো কারেনো বুস্তা (স্পেন) : রেটিং পয়েন্ট ২৭০৫।


শেয়ার করুন :


আরও পড়ুন

শীর্ষে ফিরলেন ওজনিয়াকি

শীর্ষে ফিরলেন ওজনিয়াকি

মহিলা একেকের ফাইনালে ওজনিয়াকি ও হালেপ

মহিলা একেকের ফাইনালে ওজনিয়াকি ও হালেপ

ফেদেরার সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড

ফেদেরার সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড

মহিলা দ্বৈতের শিরোপা ব্যাবোস-মলাদেনোভিচের

মহিলা দ্বৈতের শিরোপা ব্যাবোস-মলাদেনোভিচের