আরেকটি রেকর্ডের হাতছানি সাকিবের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৪ পিএম, ০৬ এপ্রিল ২০১৮
আরেকটি রেকর্ডের হাতছানি সাকিবের

বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোতে বাংলাদেশের একমাত্র ধারাবাহিক মুখ সাকিব আল হাসান। জনপ্রিয় এমন কোনো লিগ নেই, যেখানে পা পড়েনি বিশ্বসেরা এই অলরাউন্ডারের। দেখতে দেখতে খেলে ফেলেছেন আড়াইশর বেশি টি-টোয়েন্টি। এবার তার সামনে আরেকটি রেকর্ডের হাতছানি।

কি সেই রেকর্ড? টি-টোয়েন্টি ইতিহাসের মাত্র পঞ্চম বোলার হিসেবে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা। ২৫৪ টি-টোয়েন্টিতে সাকিবের নামের পাশে এখন ২৯৪টি উইকেট। আর ৬টি উইকেট পেলেই রেকর্ডটা হয়ে যাবে তার।

শনিবার থেকে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এগারতম আসর। এবার সাকিব খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। নিয়মিত একাদশে সুযোগ পেলে তো কথাই নেই, অনিয়মিতভাবে সুযোগ মিললেও আইপিএলের এই আসরেই রেকর্ডটা হয়ে যাওয়ার কথা সাকিবের।

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। তিনি অবশ্য সাকিবের চেয়ে ম্যাচও খেলেছেন অনেক বেশি। ৩৭৫ ম্যাচে ব্রাভো নিয়েছেন ৪১৩টি উইকেট।

দ্বিতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা (২৫৬ ম্যাচে ৩৪৮ উইকেট)। ২৭১ ম্যাচে ৩১৭ উইকেট নিয়ে তৃতীয় অবস্থানে ওয়েস্ট ইন্ডিজের অফস্পিনার সুনীল নারিন। সাকিবের ঠিক উপরে চার নাম্বার অবস্থানে আছেন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ২৭৪ ম্যাচে কাটায় কাটায় ৩০০ উইকেট নিয়েছেন তিনি।

সাকিব যেভাবে এগিয়ে চলেছেন, তাতে আফ্রিদিকে ছাড়িয়ে যেতে পারেন এই আইপিএলেই। পরে ধাপে ধাপে আরও উপরের দিকে উঠে আসার সুযোগ তো থাকছেই!


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

পাকিস্তানি শাদাব খানের জরিমানা

পাকিস্তানি শাদাব খানের জরিমানা

টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ড

ঘটনাবহুল সিরিজে অস্ট্রেলিয়াকে হারালো দক্ষিণ আফ্রিকা

ঘটনাবহুল সিরিজে অস্ট্রেলিয়াকে হারালো দক্ষিণ আফ্রিকা