আইপিএলে রোহিতের ফর্ম নিয়ে চিন্তিত নন জয়াবর্ধনে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩০ পিএম, ১৪ এপ্রিল ২০২২
আইপিএলে রোহিতের ফর্ম নিয়ে চিন্তিত নন জয়াবর্ধনে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে আইপিএলের ১৫তম আসরে তাদের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। পাঁচ ম্যাচে মাঠে নামলেও এখনও জয়ের দেখা পায়নি পাঁচবারের আইপিএলের শিরোপা জয়ী দলটি। অধিনায়ক রোহিত শর্মাও ব্যাট হাতে কাটাচ্ছেন খারাপ সময়, এমনকি দলকে সামনে থেকে নেতৃত্ব দিতেও পারছেন না। তবে এ নিয়ে চিন্তিত নন কোচ মাহেলা জয়াবর্ধনে।

আইপিএলের ১৫তম আসরে পাঁচ ম্যাচে রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে মোট ১০৮ রান। ব্যাট হাতে খারাপ সময় কাটালেও তাকে নিয়ে কোনো ধরনের চিন্তাই করছেন না কোচ জয়াবর্ধনে।

জয়াবর্ধনে বলেন, “যদি আপনি দেখেন সে (রোহিত) যেভাবে শুরু করছে, যেভাবে বলে হিট করছে এটা অসাধারণ। সে টাইমিং করছে, সে খুবই ভালো শুরু পাচ্ছে। হ্যাঁ, সে হতাশ কারণ ইংনিসগুলো বড় করতে পারছে না।”

আইপিএল ইতিহাসের পাঁচ হাজারের বেশি (৫,৭১৯) রান করা রোহিত শর্মা শেষ দুই আসরেও ব্যাট হাতে আহামরি ভালো করতে পারেননি। ২০২০ আইপিএলের ১৩তম আসরে ২৭ গড়ে ৩৩২ রান করেন।

আর ১৪তম আসরে ২০২১ সালে ২৯ গড়ে তার ব্যাট থেকে আসে ৩৮১ রান। দুই আসরে সেরা সংগ্রহ ছিল যথাক্রমে ছিল ৮০ ও ৬৩। 

আইপিএলে নিজের শেষ ১০ ইনিংসে খুব একট ভালো করতে পারেননি মুম্বাই অধিনায়ক। এই সময়ে তার ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ চলতি আসরে দিল্লির বিপক্ষে করা ৩২ বলে ৪১ রান। অধিনায়কের এমন দুঃসময়ে সমর্থন যোগাচ্ছেন মুম্বাই কোচ মাহেলা জয়াবর্ধনে। 

তিনি বলেন, “আমরা রোহিতকে ১৪-১৫ ওভার পর্যন্ত ব্যাটিং করতে এবং বড় রান করতে দেখেছি। এটা তার জন্য শুধু সময়ের ব্যাপার মাত্র। সে একজন অসাধারণ খেলোয়াড় এবং আমি একদমই তার এই ফর্ম নিয়ে চিন্তিত নই।” 

বুধবার (১৩ এপ্রিল) পাঞ্জাব কিংসের দেওয়া ১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেলেও ইনিংসকে বড় করতে পারেননি রোহিত। রাবাদার বলে আউট হয়ে ফেরার আগে করেন ১৭ বলে ২৮ রান। তরুণ দক্ষিণ আফ্রিকান ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসের ২৫ বলে ৪৯ রান, তিলক ভর্মার ৩৬ ও সুর্যকুমারের ৪৩ রানের পরেও আসরে জয় বঞ্চিতই থাকে মুম্বাই ইন্ডিয়ানস। পাঁচ ম্যাচের সবকটিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে আইপিএলের সবচেয়ে সফল দলটি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যাচ হারের সঙ্গে আবারও জরিমানা গুনলেন রোহিত

ম্যাচ হারের সঙ্গে আবারও জরিমানা গুনলেন রোহিত

টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের ক্লাবে সপ্তম সদস্য রোহিত শর্মা

টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের ক্লাবে সপ্তম সদস্য রোহিত শর্মা

কমছে আইপিএল দর্শক, সম্প্রচার স্বত্বের আয় নিয়ে শঙ্কা

কমছে আইপিএল দর্শক, সম্প্রচার স্বত্বের আয় নিয়ে শঙ্কা

অনুজ রাওয়াত : জার্নি ফ্রম উত্তরাখন্ড টু আইপিএল

অনুজ রাওয়াত : জার্নি ফ্রম উত্তরাখন্ড টু আইপিএল