হায়দরাবাদকে হারালো মোস্তাফিজহীন দিল্লি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০০ এএম, ০৬ মে ২০২২
হায়দরাবাদকে হারালো মোস্তাফিজহীন দিল্লি

টানা আট ম্যাচ পর দিল্লি ক্যাপিটালসের একাদশ থেকে বাদ পড়েছিলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে ছাড়া খেলতে নেমেই ম্যাচ জিতে নিয়েছে ঋষভ পান্থের দল। সানরাইজার্স হায়দরাবাদকে ২১ রানে হারিয়েছে তারা।

বৃহস্পতিবার (৫ মে) মুম্বাইয়ের ব্যাবোর্ণ স্টেডিয়ামে হায়দরাবাদের মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে দিল্লি। এই ম্যাচে হঠাৎই দিল্লির একাদশে চার পরিবর্তন!

ওপেনার পৃথ্বী শ, মোস্তাফিজুর রহমান, অক্ষর প্যাটেল এবং চেতন সাকারিয়াকে বাদ দিয়েছিল দলটি। পরিবর্তে একাদশে ঢুকেছেন মানদ্বীপ সিং, এনরিখ নরকিয়া, রিপাল প্যাটেল এবং খলিল আহমেদ। দলে পরিবর্তন এনেই দিল্লি জিতে নিলো এবারের আসরে তাদের পঞ্চম জয়।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ফেরেন ওপেনার মানদ্বীপ সিং। রানের খাতা খোলার আগেই ফেরেন তিনি। এতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার ক্রিকেটার তিনি।

মানদ্বীপ সিং আউট হলেও এক প্রান্ত আগলে রেখে হায়দরাবাদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন ডেভিড ওয়ার্নার। তার ব্যাট থেকে আসে ৫৮ বলে ৯১ রান। এছাড়াও ক্যারিবিয়ান রভম্যান পাওয়েল খেলেন ৩৫ বলে ৬৭ রানের ইনিংস।

এই দু’জনের দানবীয় ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২০৭ রান করে দিল্লি ক্যাপিটালস।

২০৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৭ রানেই ৩ উইকেট হারায় সানরাইজার্স হায়দরাবাদ। এরপরেই দলের হাল ধরেন এইডেন মার্করাম এবং নিকোলাস পুরান। মার্করাম ২৫ বলে ৪২ এবং পুরান ৩৪ বলে করেন ৬২ রান। এই দুইজন ছাড়া আর কেউ বলার মতো রান করতে না পারায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৬ রানে থামে হায়দরাবাদের ইনিংস।

এতেই ২১ রানের জয় নিশ্চিত হয় দিল্লির। ১০ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস!

স্পোর্টসমেইল২৪/পিপিআর 


শেয়ার করুন :


আরও পড়ুন

মোস্তাফিজের উইকেট শূন্যের ম্যাচে দিল্লির হার

মোস্তাফিজের উইকেট শূন্যের ম্যাচে দিল্লির হার

আচরণবিধি ভেঙে জরিমানা দিলেন পৃথ্বী শ

আচরণবিধি ভেঙে জরিমানা দিলেন পৃথ্বী শ

আম্পায়ারিং নিয়ে সমালোচনা, ওয়াটসন বললেন ‘মেনে নিতে হবে’

আম্পায়ারিং নিয়ে সমালোচনা, ওয়াটসন বললেন ‘মেনে নিতে হবে’

আইপিএলে এক দলের বিপক্ষেই ওয়ার্নারের হাজার রান

আইপিএলে এক দলের বিপক্ষেই ওয়ার্নারের হাজার রান