বিসিএলে যুক্ত হচ্ছে ওয়ানডে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২১ এএম, ১২ নভেম্বর ২০২১
বিসিএলে যুক্ত হচ্ছে ওয়ানডে

ফাইল ফটো

করোনাভাইরাস মহামারির কারণে ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্টগুলো মাঠে নামাতে বেশ হিমশিম খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে অচলাবস্থা কিছুটা কাটিয়ে উঠেছে বিসিবি। একে একে মাঠে গড়াচ্ছে বিভিন্ন টুর্নামেন্ট। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। তবে অন্যবারের মতো শুধু প্রথম শ্রেণির ক্রিকেট নয়, এবার যুক্ত হচ্ছে ওয়ানডে টুর্নামেন্টও।

ঘরোয়া ক্রিকেটে বর্তমানে চলছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। প্রথম শ্রেণির ক্রিকেটের সর্বোচ্চ এ টুর্নামেন্ট শেষে মাঠে গড়াবে বিসিএল। বিসিএল মূলত প্রথম শ্রেণির টুর্নামেন্ট হলেও এবার এর সাথে যুক্ত হচ্ছে ওয়ানডে ফরম্যাট। এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে একমাত্র ওয়ানডে টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ঘরোয়া ক্রিকেটে ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ বাড়াতে বিসিএলে ওয়ানডে ফরম্যাট যুক্ত করার চিন্তা করছে বিসিবি। এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।

তিনি বলেন, ‘বিসিএল ওয়ানডে ফরম্যাটের কথা চিন্তা করছি। যেহেতু প্রিমিয়ার লিগের আগে ওয়ানডে ফরম্যাটের কোনো খেলা নেই।’

আগে বিসিএল ডাবল রাউন্ড লিগ পদ্ধতিতে হলেও এবার সিঙ্গেল রাউন্ড পদ্ধতিতে হবে বলে জানান তিনি। বিসিএলে প্রথম শ্রেণি এবং ওয়ানডে দুই টুর্নামেন্টই সিঙ্গেল রাউন্ড পদ্ধতিতে হবে।

এ বিষয়ে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘দ্বিতীয় রাউন্ড সম্পন্ন করার মতো সময়ও নেই। সামনে আবার বিপিএল আছে। সূচি ঠাসা হয়ে গেছে। তাই ওয়ানডে ফরম্যাটের একটা টুর্নামেন্ট হতে পারে। প্রথম শ্রেণির খেলা সিঙ্গেল রাউন্ড হওয়ারই কথা। ওয়ানডেও মনে হয় সিঙ্গেল রাউন্ড হবে।’

বিসিএলের ফরম্যাট সম্পর্কে জানালেও কবে নাগাদ বিসিএল শুরু হবে তা নির্দিষ্ট করে বলেননি সুজন। জানান, চলতি বছরের ৭-১০ ডিসেম্বরের মধ্যে শুরু হবে এবারের বিসিএল। এছাড়াও বিসিএলে উইকেটের ভিন্নতা থাকবে বলে জানান তিনি। বিসিএলের জন্য মাঠকে পর্যাপ্ত বিশ্রাম এবং কোচদের পারিশ্রমিক বাড়ানোর বিষয়েও কাজ করা হবে বলে জানান খালেদ মাহমুদ সুজন।

এবারের বিসিএলে খেলতে পারবেন না জাতীয় দলের ক্রিকেটাররা। পাকিস্তান সিরিজ শেষ করেই টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে টাইগার বাহিনী।

এ বিষয়ে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘ জাতীয় দলের কথা চিন্তা করলে তো বাংলাদেশে কোনো খেলাই হবে না। জাতীয় দলের যে ব্যস্ত সূচি, তাদের ঘরোয়া ক্রিকেটে পাওয়ার কথা চিন্তা করলে হবে না। যেহেতু ওরা টেস্টের সফরে যাবে, ওদের ছাড়াই হয়তো খেলতে হবে। পাকিস্তানের সাথে টেস্ট শেষ করার কিছু দিন পরেই আবার নিউজিল্যান্ডে যাবে। তাই হয়তো ওরা বিসিএলে থাকবে না।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিবিতে যোগ দিচ্ছেন না সালাউদ্দিন

বিসিবিতে যোগ দিচ্ছেন না সালাউদ্দিন

টাইগারদের ‘বাঁচাতে’ বিসিবির সুজন-শরণ

টাইগারদের ‘বাঁচাতে’ বিসিবির সুজন-শরণ

প্রকম্পিত দেশের ক্রিকেট, ধীরে চলার নীতিতে খালেদ মাহমুদ

প্রকম্পিত দেশের ক্রিকেট, ধীরে চলার নীতিতে খালেদ মাহমুদ

ফেসবুক পোস্ট সরিয়ে নিলেন শাহরিয়ার নাফীস

ফেসবুক পোস্ট সরিয়ে নিলেন শাহরিয়ার নাফীস