বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তিন ফরম্যাটেই সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৭ পিএম, ১০ মার্চ ২০২২
বিসিবির কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, তিন ফরম্যাটেই সাকিব

২০২২ সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছরের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের চেয়ে এবার নতুন চুক্তিতে তিনজন কম মোট ২১ জনকে রাখা হয়েছে। তবে টেস্ট খেলা না খেলা নিয়ে নানা বিতর্কের মাঝেও চুক্তিতে তিন ফরম্যাটেই রয়েছেন সাকিব আল হাসান।

বুধবার (১০ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২২ সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকা মোট ২১ জনের তালিকা প্রকাশ করেছে বিসিবি। নতুন এ চুক্তি নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন দুইজন।

২০২১ সালের কেন্দ্রীয় চুক্তি থেকে নতুন বছরের চুক্তিতে বাদ পড়েছেন পাঁচজন। তারা হলেন- আবু জায়েদ রাহি (টেস্ট), সাইফ হাসান (টেস্ট), সৌম্য সরকার (টি-টোয়েন্টি), শামিম পাটোয়ারি (টি-টোয়েন্টি), মোহাম্মদ সাইফউদ্দিন (ওয়ানডে-টি-টোয়েন্টি)।

গত বছরের চুক্তি থেকে পাঁচজন বাদ পড়লেও নতুন যুক্ত হয়েছেন মাত্র দুইজন। টেস্ট ফলম্যাটে যুক্ত হওয়া নতুন দুইজন হলেন- ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল হাসান জয়।

দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছুটি নেওয়া সাকিব আল হাসানকে ৩০ এপ্রিল পর্যন্ত সবধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছে বিসিবি। এছাড়া গুঞ্জন ছিল টেস্ট ক্রিকেট নাও খেলতে পারেন তিনি। সব গুঞ্জকে পাশ কাটিয়ে কেন্দ্রীয় চুক্তিতে তিন ফরম্যাটে ঠিকই সাকিব আল হাসানের নাম রয়েছে। 

২০২২ সালে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা

খেলোয়াড় ফরম্যাট ফরম্যাট ফরম্যাট
মুশফিকুর রহিম টেস্ট ওয়ানডে টি-টোয়েন্টি
লিটন দাস টেস্ট ওয়ানডে টি-টোয়েন্টি
সাকিব আল হাসান টেস্ট ওয়ানডে টি-টোয়েন্টি
তাসকিন আহমেদ টেস্ট ওয়ানডে টি-টোয়েন্টি
শরিফুল ইসলাম টেস্ট ওয়ানডে টি-টোয়েন্টি
মমিনুল হক টেস্ট  -
তাইজুল ইসলাম টেস্ট
নাজমুল হোসেন শান্ত টেস্ট
ইবাদত হোসেন টেস্ট
সাদমান ইসলাম টেস্ট
ইয়াসির আলি রাব্বি টেস্ট -
মাহমুদুল হাসান জয় টেস্ট
তামিম ইকবাল টেস্ট ওয়ানডে
মেহেদি হাসান মিরাজ টেস্ট ওয়ানডে
মাহমুদউল্লাহ রিয়াদ ওয়ানডে টি-টোয়েন্টি
মোস্তাফিজুর রহমান  - ওয়ানডে টি-টোয়েন্টি
আফিফ হোসেন ধ্রুব  - ওয়ানডে টি-টোয়েন্টি
নুরুল হাসান সোহান টি-টোয়েন্টি
নাসুম আহমেদ টি-টোয়েন্টি
মোহাম্মদ নাঈম শেখ  - টি-টোয়েন্টি
শেখ মেহেদি হাসান  - টি-টোয়েন্টি



স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

দলের জয়ে অবদান রাখাই তাসকিনের ‘মূল লক্ষ্য’

দলের জয়ে অবদান রাখাই তাসকিনের ‘মূল লক্ষ্য’

অধিনায়ক হিসেবে প্রতি ম্যাচেই ‘শিখছেন’ তামিম

অধিনায়ক হিসেবে প্রতি ম্যাচেই ‘শিখছেন’ তামিম

‘আমি ৫১, এখনও মনে হয় দেশের জার্সি পড়ে খেলি’

‘আমি ৫১, এখনও মনে হয় দেশের জার্সি পড়ে খেলি’

‘মানসিক বিপর্যস্ত’ সাকিবের কেমন ছিল সর্বশেষ পারফরম্যান্সগুলো

‘মানসিক বিপর্যস্ত’ সাকিবের কেমন ছিল সর্বশেষ পারফরম্যান্সগুলো