তরুণ ব্রেভিসের প্রশংসায় পঞ্চমুখ মাইকেল ভন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৬ পিএম, ২০ এপ্রিল ২০২২
তরুণ ব্রেভিসের প্রশংসায় পঞ্চমুখ মাইকেল ভন

ডেওয়াল্ড ব্রেভিস প্রতিনিয়তই ব্যাট হাতে সবাইকে মুগ্ধ করে চলেছেন। সর্বশেষ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকেই পুরো বিশ্বকে নিজের দিকে টেনে নিয়েছেন। আইপিএলেও ধরে রেখছেন তার অনবদ্য ব্যাটিং। সব ক্রিকেটবোদ্ধারা তাকে নিয়ে প্রতিনিয়ত তাদের মুগ্ধতার কথা জানাচ্ছেন। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন এবার বললেন এই ব্রেভিসই তার দেখা সেরা তরুণ ক্রিকেটার।

আইপিএলের ১৫তম আসরে মুম্বাই এখনো জয়ের দেখা না পেলেও মুম্বাইয়ের নতুন তারকা ডেওয়াল্ড ব্রেভিস মাতাচ্ছেন টুর্নামেন্ট। এখন পর্যন্ত চলতি আসরে ১১৭ রান করেছেন এই তরুণ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। এই ১১৭ রান করেই তিনি দেখিয়েছেন ক্রিকেট বিশ্ব নতুন তারকা পেতে যাচ্ছে। আগামী দিনে ক্রিকেট বিশ্বকে শাসন করতে চলেছেন তিনি।

চলতি আসরে মুম্বাইয়ের শেষ ম্যাচ লক্ষ্মৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাত্র ১৩ বলে ৩১ রানের এক ঝড়ো ইনিংস খেলেন ব্রেভিস। ৬ চারের সাথে  এক বিশাল ছয়ে এই ইনিংস খেলেন তিনি। 

এই ম্যাচ শেষে ব্রেভিসকে নিয়ে নিজের টুইটারে মুগ্ধতা প্রকাশ করেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। টুইটারে ভন বলেন, “ডেওয়াল্ড ব্রেভিস! আমার দেখা সেরা তরুণ ক্রিকেটার।”

সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার মার্ক ওয়াহও সেদিন ব্রেভিসকে প্রশংসায় ভাসিয়েছেন। তিনি টুইটারে বলেন, “একজন তরুণ ক্রিকেটারের উইকেটে এরকম উপস্থিতি এবং বল স্ট্রাইকিং অবিশ্বাস্য।”

যুব বিশ্বকাপ চলাকালীন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সে সাথে ব্রেভিসের ব্যাটিংয়ে ধরনে মিল খুঁজে পেয়েছেন ক্রিকেট সমর্থকরা। এই কারণে তাকে দিয়েছে ‘বেবি এবি’ তকমা। আইপিএলে তার দারুণ ব্যাটিং প্রমাণ করে দেয় তরুণ এই ব্যাটার আগামী দিনে বোলারদের জন্য আতঙ্ক হয়ে উঠবেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

মুম্বাইয়ে শচীনপুত্রকে খেলানোর পরামর্শ দিলেন আজহারউদ্দিন

মুম্বাইয়ে শচীনপুত্রকে খেলানোর পরামর্শ দিলেন আজহারউদ্দিন

নেতৃত্বের চাপে আইপিএলে ফর্মহীনতায় রোহিত: গ্রায়েম স্মিথ

নেতৃত্বের চাপে আইপিএলে ফর্মহীনতায় রোহিত: গ্রায়েম স্মিথ

আইপিএলে রোহিতের ফর্ম নিয়ে চিন্তিত নন জয়াবর্ধনে

আইপিএলে রোহিতের ফর্ম নিয়ে চিন্তিত নন জয়াবর্ধনে

আইপিএলে মুম্বাই ক্রান্তিকাল পার করছে : বুমরাহ

আইপিএলে মুম্বাই ক্রান্তিকাল পার করছে : বুমরাহ