ফ্র্যাঞ্চাইজি পায়নি, নিজস্ব ব্যবস্থাপনায় জুনিয়র পিএসএল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৭ পিএম, ৩১ আগস্ট ২০২২
ফ্র্যাঞ্চাইজি পায়নি, নিজস্ব ব্যবস্থাপনায় জুনিয়র পিএসএল

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজার ব্যক্তিগত ইচ্ছায় মাঠে গড়াচ্ছে যুব ক্রিকেটারদের পিএসএল। ফ্রাঞ্চাইজি পদ্ধতিতে গড়ানোর কথা থাকলেও তা আর হচ্ছে না। পিসিবির নিজস্ব ব্যবস্থাপনায় গড়াবে জুনিয়র পিএসএল। বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।

নির্ধারিত সময়ের মধ্যে ফ্রাঞ্চাইজি কিনতে কেউ আগ্রহ প্রকাশ না করেনি পিএসএলের দল মালিকরা। কিংবা অন্য কেউই এই আগ্রহ প্রকাশ করেনি। ফলে ফ্রাঞ্চাইজি ভিত্তিক করার চিন্তা থাকলেও তা হচ্ছে না যুব পিএসএলে। বরং, পিসিবি তাদের নিজস্ব ব্যবস্থাপনায় করবে এই আয়োজন।

মঙ্গলবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে যুব পিএসএল আয়োজনের বিষয়ে এই সিদ্ধান্ত জানায় পিসিবি। এছাড়াও ১ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা পাঁচ দিন পিছিয়ে দিয়েছে। চলতি বছরের ৬ অক্টোবর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট।

টুর্নামেন্টে ছয়টি দলের সাথে ছয়জন মেন্টর রাখার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এমনকি মেন্টরদের নামও চূড়ান্ত করেছে। পুরো লিগের মেন্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তানি কিংবদন্তি ব্যাটার জাভেদ মিয়াঁদাদকে।

যুব পিএসএলে ফ্রাঞ্চাইজি, স্পনসর কিংবা ব্রডকাস্টারদের আগ্রহ কম থাকায় মোটেও অবাক হয়নি পিসিবি। বরং, কয়েক মৌসুম পরে এর চাহিদা বেশ বাড়বে বলে বিশ্বাস তাদের।

এই বিষয়ে পিসিবির এক কর্মকর্তা বলেন, “এটা বিশ্বের প্রথম যুব ফ্রাঞ্চাইজি লিগ। এখানে স্পনসর, বিডার কিংবা ব্রডকাস্টারদের খুব একটা নজর থাকবে না। তবে আমাদের বিশ্বাস, কয়েক মৌসুম পর এর ব্যবসায়িক চাহিদা বেশ বেড়ে যাবে।”

চলতি বছরের ৬ সেপ্টেম্বর টুর্নামেন্টে অংশ নিতে চাওয়া ক্রিকেটারদের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে। প্লেয়ার ড্রাফটসে ভারত ছাড়া প্রায় সব দেশ থেকেই তরুণ ক্রিকেটাররা নাম দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।

নানা বিপত্তি পেরিয়ে যুব পিএসএল মাঠে গড়ালেও তা অনেক বেশি সাফল্য এনে দিবে বলেও জানান পিসিবির ওই কর্মকর্তা। টুর্নামেন্ট থেকে নতুন ক্রিকেটার তুলে আনা সম্ভব বলেও জানান তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ইনজুরি কাটাতে লন্ডনে যাচ্ছেন শাহিন আফ্রিদি

ইনজুরি কাটাতে লন্ডনে যাচ্ছেন শাহিন আফ্রিদি

বাবরের ওপেন করাই উচিত নয়: শোয়েব আক্তার

বাবরের ওপেন করাই উচিত নয়: শোয়েব আক্তার

হেরেও বাবরের বাহাবা পাচ্ছেন পাকিস্তানি বোলাররা

হেরেও বাবরের বাহাবা পাচ্ছেন পাকিস্তানি বোলাররা

পাকিস্তানকে হারিয়ে ভারতের মধুর প্রতিশোধ

পাকিস্তানকে হারিয়ে ভারতের মধুর প্রতিশোধ