বাংলাদেশকে ভালোই জবাব দিচ্ছে জিম্বাবুয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৬ এএম, ১০ জুলাই ২০২১
বাংলাদেশকে ভালোই জবাব দিচ্ছে জিম্বাবুয়ে

মাহমুদউল্লাহ-তাসকিনের ৯ম উইকেটের রেকর্ড জুটিতে বাংলাদেশের ৪৬৮ রানের জবাব ভালোভাবেই দিচ্ছে জিম্বাবুয়ে। তৃতীয় দিন লাঞ্চ বিরতির আগে ২ উইকেটে ২০৯ রান করেছে স্বাগতিকরা। প্রথম ইনিংস থেকে ২৫৯ রানে পিছিয়ে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সাফল্য শুধু ব্রেন্ডর টেইলরের উইকেট।

টেস্ট ক্রিকেটে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে পেলেই ব্যাট হাতে জ্বলে উঠেন টেইলর। এবারও তার ব্যতিক্রম হয়নি। টাইগার বোলারদের বল ব্যাট হাতে শাসন করে সেঞ্চুরির পথেই ছুটছিলেন তিনি। তবে মেহেদী হাসান মিরাজের রাধা তিন অংকের ঘরে পৌঁছতে পারেননি।

হারারে টেস্টের তৃতীয় দিনে দলীয় ১৭৬ রানে সাজঘরে ফিরেন টেইলর। ৯২ বলে ১২টি চার ও এক ছক্কায় ৮১ রান করেন তিনি। অন্যপ্রান্তে ওপেনার তাকুজওয়ানাশে কাইতানোর সাথে ১১৫ রানের জুটি গড়েন তিনি।

বাংলাদেশের পক্ষে মিরাজ ছাড়া বাকি উইকেটটি পেয়েছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার দ্বিতীয় দিন ওপেনার মিলটন শুমভাকে (৪১) এলবিডব্লিও করেন তিনি।

এর আগে টস হেরে ব্যাট করা বাংলাদেশ প্রথম ইনিংসে ৪৬৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৩২ রানে ৬ উইকেট হারানোর পরও বড় সংগ্রহ গড়ে টাইগাররা। অধিনায়ক মমিনুল হকের ৭০ রানের পর লিটন ৯৫ রান করেন।

এছাড়া, শেষ দিকে ৯ম উইকেট জুটিতে রেকর্ড গড়ের মাহমুদউল্লাহ রিয়াদ এবং তাসকিন আহমেদ। তাসকিন ৭৫ রান করে আউট হলেও ১৫০ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

 স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

৪৬৮ রানে থামলো বাংলাদেশ

৪৬৮ রানে থামলো বাংলাদেশ

যে কারণে তেড়ে গিয়েছিলেন তাসকিন

যে কারণে তেড়ে গিয়েছিলেন তাসকিন

দুর্দান্ত তাসকিন, ক্যারিয়ারে প্রথম ফিফটি

দুর্দান্ত তাসকিন, ক্যারিয়ারে প্রথম ফিফটি

শতক হাঁকিয়ে ‘জবাব দিলেন’ মাহমুদউল্লাহ রিয়াদ

শতক হাঁকিয়ে ‘জবাব দিলেন’ মাহমুদউল্লাহ রিয়াদ