ভারতের বিপক্ষে সিরিজ রক্ষার ম্যাচে ইংলিশ একাদশে দুই পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ৩০ জুন ২০২২
ভারতের বিপক্ষে সিরিজ রক্ষার ম্যাচে ইংলিশ একাদশে দুই পরিবর্তন

রাত পোহালেই ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টে মাঠে নামবে ইংল্যান্ড। সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ইংলিশদের সামনে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। সিরিজ রক্ষার ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট।

সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে গোড়ালির চোটে বাদ পড়েছিলেন পেসার জেমস অ্যান্ডারসন। চোট থেকে সেরে ওঠায় ভারতের বিপক্ষে একাদশে ফিরেছেন তিনি। অ্যান্ডারসন ফেরায় বাদ পড়েছেন তার জায়গায় আগের টেস্ট খেলা জেমি ওভারটন।

এছাড়া কিউইদের বিপক্ষে শেষ টেস্ট চলাকালীন করোনা আক্রান্ত হয়ে ছিটকে গিয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার বেন ফোকস। ঐ ম্যাচে তার বদলী হিসেবে মাঠে নেমেছিলেন আরেক উইকেটরক্ষক ব্যাটার স্যাম বিলিংস।

ফোকস করোনা থেকে সেরে না ওঠায়  ভারতের বিপক্ষে স্যামকেই একাদশে রেখেছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট। চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয়েছে বিলিংসের।

টেস্ট মিস করাটা আমার কাছে অসহ্য: অ্যান্ডারসন

এরপর শুধুমাত্র নিউজিল্যান্ডের বিপক্ষে ফোকসের বদলি হিসেবে খেলেছেন। অভিষেক ম্যাচে দুই ইনিংস মিলে ৩০ রান করা বিলিংস নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করার সুযোগ পাননি।

নিউজিল্যান্ড সিরিজ দিয়েই টেস্ট ক্রিকেটে ইংলিশদের কোচ-অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছেন ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকস। অভিষেক সিরিজেই দলকে আক্রমণাত্মক ক্রিকেট খেলিয়ে ক্রিকেট বিশ্বের প্রশংসা কুড়িয়েছেন তারা।

ভারতের বিপক্ষেও একই মানসিকতা নিয়ে মাঠে নামবেন বলে জানিয়েছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ২০২১ সালে পাঁচ ম্যাচ সিরিজের চার ম্যাচ খেলে করোনা প্রাদুর্ভাবে দেশে ফিরতে বাধ্য হয়েছিল ভারত।

টেস্ট ক্রিকেটে ৪৮ বছরের স্মৃতি ফেরালেন লিচ

দুই দলেই এক বছরের ব্যবধানে কোচ ও অধিনায়কের পদে পরিবর্তন হয়েছে। যদিও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা খুবই কম। করোনা আক্রান্ত হয়ে টিম হোটেলে আইসোলেশনে আছেন তিনি। তার জায়গায় ভারতের অধিনায়কত্ব করার কথা রয়েছে পেসার জাসপ্রিত বুমরাহর

শুক্রবার (১ জুলাই) ইংল্যান্ডের এজবাস্টনে ভারতের মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড। সিরিজ বাঁচাতে জয় ছাড়া কোন রাস্তা খোলা নেই ইংলিশদের সামনে। ড্র হলেও সিরিজের শিরোপা যাবে ভারতের ঘরে।

ভারতের বিপক্ষে ইংলিশ একাদশ:

অ্যালেক্স লিস, জ্যাক ক্রাওলি, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), স্যাম বিলিংস (ডব্লিউ), ম্যাথিউ পটস, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ, জেমস অ্যান্ডারসন।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 


শেয়ার করুন :


আরও পড়ুন

উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিরলেন মিরাজ-তাসকিন

উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিরলেন মিরাজ-তাসকিন

টি-টোয়েন্টি জিততে বড় পুঁজির প্রয়োজনীয়তা দেখছেন না সিডন্স

টি-টোয়েন্টি জিততে বড় পুঁজির প্রয়োজনীয়তা দেখছেন না সিডন্স

অস্ট্রেলিয়ার সাথে সম্প্রচার চুক্তি বাতিল চায় চ্যানেল সেভেন

অস্ট্রেলিয়ার সাথে সম্প্রচার চুক্তি বাতিল চায় চ্যানেল সেভেন

বিশ্বকাপের ১৮ লাখ টিকিট বিক্রি করেছে ফিফা

বিশ্বকাপের ১৮ লাখ টিকিট বিক্রি করেছে ফিফা