ক্রিকেট ইতিহাসে মুশফিকুর রহিম প্রথম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ১২ নভেম্বর ২০১৮
ক্রিকেট ইতিহাসে মুশফিকুর রহিম প্রথম

ছবি : ক্রিকইনফো

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ইতিহার রচনা করলেন টাইগার তারকা মুশফিকুর রহিম। ইতিহাসের প্রথম উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরি করলেন তিনি।

কুমার সাঙ্গাকারা, মহেন্দ্র সিং ধোনি, অ্যান্ডি ফ্লাওয়ারদের মতো কিংবদন্তিদের ছাড়িয়ে গেলেন মুশফিকুর রহিম। অর্থাৎ বিশ্বের প্রথম কিপার হিসেবে একাধিক ডাবল সেঞ্চুরি মালিক এখন একমাত্র মুশফিকুর রহিম। বাংলাদেশেরও একমাত্র ব্যাটসম্যান হিসেবে দুটি টেস্ট ডাবল সেঞ্চুরির মালিক এ ‘মিস্টার ডিপেন্ডেবল’।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সোমবার এ মাইলফলক স্পর্শ করেন লাল-সবুজের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ২শ’ রান সংগ্রহের পথে মুশফিক খেলেছেন ৪০৭টি বল। যেখানে চারের মার ছিল ১৬টি এবং একটি ছক্কার মার ছিল।

এতদিন উইকেটরক্ষক হিসেবে টেস্টে ১টি করে ডাবল সেঞ্চুরি হাঁকানোদের তালিকায় মুশফিকের সঙ্গী ছিলেন সাঙ্গাকারা, ধোনি, অ্যান্ডি ফ্লাওয়ারদের মতো তারকা। এ তালিকায় তাদের সঙ্গী ছিলেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ইমতিয়াজ আহমেদ, তাসলিম আরিফ, শ্রীলঙ্কার ব্র্যান্ডন কুরুপ্পু।

তবে এখন উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে টেস্টে দুটি ডাবল সেঞ্চুরি করার রেকর্ডের একমাত্র মালিক হলেন মুশফিকুর রহিম। মুশফিকের এমন রেকর্ডে সফররত জিম্বাবুয়েকে ৫২২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ঢাকার টেস্টে সোমবার এ রানে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।


শেয়ার করুন :


আরও পড়ুন

দুর্দান্ত ব্যাটিংয়ে মুশফিকের ডাবল সেঞ্চুরি

দুর্দান্ত ব্যাটিংয়ে মুশফিকের ডাবল সেঞ্চুরি

এবার মাঠে মুশফিককে জরিয়ে ধরলেন কিশোর ভক্ত!

এবার মাঠে মুশফিককে জরিয়ে ধরলেন কিশোর ভক্ত!

বিপিএলে মুশফিককে নিয়ে নাটকীয়তা

বিপিএলে মুশফিককে নিয়ে নাটকীয়তা

মুশফিকের ডাবল সেঞ্চুরি, বাংলাদেশের প্রথম

মুশফিকের ডাবল সেঞ্চুরি, বাংলাদেশের প্রথম