কোয়ারেন্টাইনে থেকে হলেও অস্ট্রেলিয়া সফর চায় ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০৮ মে ২০২০
কোয়ারেন্টাইনে থেকে হলেও অস্ট্রেলিয়া সফর চায় ভারত

ফাইল ছবি

চার ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে ভারতের। তবে করোনার কারণে শঙ্কায় আসন্ন সিরিজটি। সিরিজটি না হলে ৩০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ক্ষতি হবে দেশটির। তাই তো কোয়ারেন্টাইনে থেকে হলেও অস্ট্রেলিয়া সফর চায় ভারত।

ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা জানিয়েছেন, অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় ক্রিকেট দল দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতেও রাজী। ভারতীয় ক্রিকেট দলকে চার্টার্ড বিমানে করে অস্ট্রেলিয়া উড়িয়ে নেওয়ার প্রস্তাবও এসেছে এর আগে। এছাড়া অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী রিচার্ড কোলব্যাক বছরের শেষ দিকে দেশটিতে খেলাধুলা ফেরার সম্ভাবনার কথাও জানিয়েছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ সিং বলেন, 'এছাড়া কিছু করার নেই। সফরের সিদ্ধান্ত হলে সবাইকে অস্ট্রেলিয়া যেতে হবে। সবাই নিশ্চয় ক্রিকেট ফেরাতে চায়। দুই সপ্তাহ কোয়ারেন্টাইন খুব বেশি সময় নয়। এছাড়া ক্রিকেটারদের জন্যও এটা ভালো সুযোগ।

দীর্ঘদিন বাড়িতে লকডাউন থাকার চেয়ে ভিন্ন একটা দেশে গিয়ে সেখানে দুই সপ্তাহ কোয়ারেন্টাইন করা তাদের জন্যও ভালো হবে। ওই লকডাউনের সময় কী কী নিয়ম-নীতি থাকে সেগুলোর দিকে আমাদের নজর দিতে হবে।'

এদিকে করোনার পরবর্তী সময়ে মাঠে খেলা ফেরাতে বাংলাদেশ-শ্রীলংকার ক্রিকেট বোর্ডও জুলাইয়ে বাংলাদেশের শ্রীলংকা সফর নিয়ে আলোচনা করছে। তেমনি ইংল্যান্ড সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিয়েও আলোচনা করছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

করোনায় আক্রান্ত প্রোটিয়া অলরাউন্ডার

করোনায় আক্রান্ত প্রোটিয়া অলরাউন্ডার

ফুটবলের পর মাঠে ফিরছে ক্রিকেট

ফুটবলের পর মাঠে ফিরছে ক্রিকেট

‘অলিম্পিকে টি-টেন ক্রিকেট রোমাঞ্চিত হবে’

‘অলিম্পিকে টি-টেন ক্রিকেট রোমাঞ্চিত হবে’

সকলেই দেশের জন্য প্রতিনিধিত্ব  করতে নামবে : স্টোকস

সকলেই দেশের জন্য প্রতিনিধিত্ব করতে নামবে : স্টোকস