সিরিজের জয়ের সাথে বাংলাদেশের সঙ্গী দুই রেকর্ড

পার্থ প্রতীম রায় পার্থ প্রতীম রায় প্রকাশিত: ১১:৩৯ এএম, ১০ আগস্ট ২০২১
সিরিজের জয়ের সাথে বাংলাদেশের সঙ্গী দুই রেকর্ড

পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জয়ের পাশাপাশি ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। শুধু সিরিজ জয় নয়, রেকর্ড বইয়েও পরিবর্তন এনেছে বাংলাদেশ। বিপক্ষ দলকে সবনিম্ন রানে অলআউট করারও রেকর্ড গড়েছে বাংলাদেশ।

সোমবার ( ৯ আগস্ট) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দলকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার মাহেদী হাসান এবং নাঈম শেখ। তবে মাহেদীর বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১২২ রানে থামে বাংলাদেশের ইনিংস।

১২৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। অধিনায়ক ম্যাথু ওয়েড এবং বেন ম্যাকডরম্যাট ছাড়া বাকিরা কেউ দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। সাকিবের বোলিং তোপে একের পর এক প্যাভিলিয়নে ফেরেন অজি ব্যাটসম্যানরা।

শেষ পর্যন্ত ৬২ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে মোটে চারবার ১০০ রানের নিচে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ২০০৫ সালে ৭৯ রানে অলআউট হয়েছিল অজিরা। সোমবারের আগে এটাই ছিল অস্ট্রেলিয়ার সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের ব্যবধানে দ্বিতীয় সর্বোচ্চ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। রানের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ৭১ রানে। ২০১২ সালে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে এ জয় তুলে নেয় টাইগাররা।

বাংলাদেশ মোট তিনবার ১০০ নিচে প্রতিপক্ষকে অলআউট করেছে টাইগাররা। তবে সবচেয়ে কম রানে প্রতিপক্ষকে আটকে দিয়েছে মাত্র ৬২ রানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এ রেকর্ড গড়ে বাংলাদেশ।

এর আগে সবচেয়ে কম ৭২ রানে আফগানিস্তানকে আটকে রেখেছিল বাংলাদেশ। সেই ঘটনাও আফগানিস্তানের বিপক্ষে ২০১৪ সালে এ মিরপুরেই।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতেই সবচেয়ে কম ওভার বোলিং করার রেকর্ড করেছে বাংলাদেশ। এর আগে প্রতিপক্ষকে এত দ্রুত কখনও আটকাতে পারেনি টাইগাররা। এ ম্যাচে মাত্র ১৩.৪ ওভার বোলিং করেছেন বাংলাদেশ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের একশ উইকেট

টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের একশ উইকেট

নিউজিল্যান্ড সিরিজেই টাইগারদের ব্যাটিং পরামর্শক হচ্ছেন প্রিন্স

নিউজিল্যান্ড সিরিজেই টাইগারদের ব্যাটিং পরামর্শক হচ্ছেন প্রিন্স

নিউজিল্যান্ড সিরিজের আগে পাঁচ দিনের বিরতি পাচ্ছেন ক্রিকেটাররা

নিউজিল্যান্ড সিরিজের আগে পাঁচ দিনের বিরতি পাচ্ছেন ক্রিকেটাররা

প্রথমবারের মতো আইসিসি মাস সেরা তালিকায় সাকিব

প্রথমবারের মতো আইসিসি মাস সেরা তালিকায় সাকিব