পঙ্গুত্বকে হার মানিয়ে সফল স্বর্ণজয়ী সাইকেলিস্ট ভোগেল

মমিনুল ইসলাম মমিনুল ইসলাম প্রকাশিত: ০২:০৪ পিএম, ০২ মার্চ ২০২০
পঙ্গুত্বকে হার মানিয়ে সফল স্বর্ণজয়ী সাইকেলিস্ট ভোগেল

একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, একটি দুর্ঘটনা শেষ করে দিতে পারে আপনার জীবনের সকল আনন্দ। দুর্ঘটনা নামক মৃত্যুকূপ থেকে ফিরে এসে সুন্দর, সাবলীল জীবন অতিবাহিত করছে খেলাধুলার জগতে এমন উদাহরণ খুবই কম। দুর্ঘটনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সাবলীল জীবনযাপন করছে তার উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারেন ক্রিস্টিনা ভোগেল। 

দুটি অলিম্পিক স্বর্ণপদক এবং ১১ টি বিশ্ব চ্যাম্পিয়ন শিরোপা জেতা এই জার্মান, ২০১৮ সালের জুনে অন্য এক সাইক্লিস্টের সাথে একটি উচ্চ গতির সংঘর্ষে জড়িত হলে কোনরকমে জীবন নিয়ে ফিরেন। তবে জীবন নিয়ে ফিরলেও প্যারালাইজড হয়ে যায় তার বা পা। ২৯ বছর বয়সী ভোগেল বর্তমানে জার্মান পুলিশ এবং সাইক্লিংয়ের বিশ্ব পরিচালন সংস্থা ইউসিআইয়ের পাশাপাশি স্থানীয় রাজনীতিতে কাজ করেন।

নিজের খারাপ সময় পেরিয়ে আসা ভোগেল বিবিসি স্পোর্টসকে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি এখন অনেক খুশি। আমি আমার খারাপ সময় পার করে এখন সুন্দর জীবন পার করছি।’

‘এটি আমার জন্য একটি দুর্দান্ত বছর, প্রচুর নতুন সুযোগ-সুবিধার সাথে সবকিছু এত ভালো চলছিলো, অনেক নতুন কিছু করেছি যা আমি আগে কখনও করি নি।’ তিনি আরও যোগ করেন।

sportsmail24ভোগেল বর্তমানে সাইক্লিংয়ের বিশ্ব পরিচালনা সংস্থা ইউসিআইয়ের হয়ে কাজ করছেন। সেই সাথে গত সপ্তাহে বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব সাইক্লিং চ্যাম্পিয়ানশীপে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন। সেখানে চতুর্থ বারের মতো স্বর্ণ জিতলেন এমা হিনজি ।

ভোগেল বলেছিলেন, ‘ট্র্যাক সাইকেল চালানো এখন অন্যরকমভাবে দেখতে আমি সত্যিই পছন্দ করি। বুকে এখনও আগুন জ্বলছে তবে আমি সত্যিই খুশি, সত্যই সন্তুষ্ট এবং সত্যিই গর্বিত।,

‘আমি যখন এখানে বসে দেখলাম মেয়েরা কত দ্রুত ছিল, এবং এটি একটি দুর্দান্ত পারফর্ম্যান্স ছিল, তখন আমি নিজেকে জিজ্ঞাসা করি 'আমি কি এটি করতে পারি?'

‘মেডেল জিততে চাওয়ার এই অনুভূতিটি কখনই দূরে যায় না।

‘তবে তারপরে প্রতিটি শতাব্দীর নিজস্ব তারা রয়েছে। আমরা প্রবীণরা, এটি একটি নতুন সময় তবে এটি তাদের জন্য একটি নতুন যাত্রার শুরু এবং সম্ভবত তারা এই নতুন সময়ের তারকা।’


শেয়ার করুন :


আরও পড়ুন

শূন্য হাতে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশের মেয়েরা

শূন্য হাতে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশের মেয়েরা

নিউজিল্যান্ডে হোয়াইটওয়াশের লজ্জা পেল কোহলিরা

নিউজিল্যান্ডে হোয়াইটওয়াশের লজ্জা পেল কোহলিরা

শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ

শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হলো ওয়েস্ট ইন্ডিজ

দুই উইকেটে মাশরাফির দুই রেকর্ড

দুই উইকেটে মাশরাফির দুই রেকর্ড