পাঁচ মাস পর প্যারাগুয়ে থেকে মুক্তি পেলেন রোলানদিনহো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৩ এএম, ২৬ আগস্ট ২০২০
পাঁচ মাস পর প্যারাগুয়ে থেকে মুক্তি পেলেন রোলানদিনহো

ব্রাজিলিয়ান কিংবদন্তী ও বার্সেলোনার সাবেক ফুটবলার রোনালদিনহোকে দীর্ঘ পাঁচ মাস পর মুক্তি দিলো প্যারাগুয়ের আদালত। অবৈধ পাসপোর্ট রাখার দায়ে পাঁচ আগে প্যারাগুয়ের পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি।

বার্সেলোনা কিংবদন্তি রোনালদিনহোর পাশাপাশি তার ভাই রবের্তো দে অ্যাসিস মোরেইরাকেও মুক্তি দেওয়ার নির্দেশ দেন বিচারক গুস্তাভো আমারিলা। তার বিরুদ্ধেও অবৈধ পাসপোর্ট রাখার অভিযোগ আনা হয়েছিল। মুক্তি পেতে রোনালদিনহো ও তার ভাই সব শর্ত পূরণ করেছে বলেও উল্লেখ করেছে আদালত। জরিমানা হিসেবে রোনালদিনহো ৯০ হাজার ডলার ও তার ভাই জরিমানা দেন ১ লাখ ১০ হাজার ডলার।

বিচারের রায়ে বিচারক গুস্তাভো আমারিলা বলেন, ‘কোনও দেশে রোনালদিনহোকে ভ্রমণে যেতে আর কোনও বাধা নেই। তবে তার স্থায়ী ঠিকানা পরিবর্তন করলে আমাদের জানাতে হবে।’

চলতি বছরের মার্চে প্যারাগুয়েতে প্রবেশ করার পর তাদের হোটেল রুমে তল্লাশি করে তাদের কাছে ভূয়া কাগজপত্র ও জাল পাসপোর্ট পেয়েছিল দেশটির পুলিশ। দেশটির একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে সেখানে গিয়েছিলেন তিনি। পরে কর্মকর্তারা হোটেলে কাগজপত্র পরীক্ষা করতে গেলে তাদের কাছে জাল পাসপোর্ট পায়।

রোনালদিনহোর পাসপোর্টে তার নাম, জন্ম তারিখ, জন্মস্থান সবই ঠিক ছিল। তবে গোল পেঁকেছিল দেশের নামের ক্ষেত্রে যেখানে ব্রাজিলের জায়গায় লেখা প্যারাগুয়ের নাম। ২০১৮ সালের নভেম্বরের দিকে রোনালদিনহো নিজের ব্রাজিলিয়ান পাসপোর্ট হারিয়েছেন বলে জানা গেছে।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

করোনা পজিটিভি, পিছিয়ে দিয়েও রক্ষা হলো না

করোনা পজিটিভি, পিছিয়ে দিয়েও রক্ষা হলো না

লেভানডোভস্কি, সুখী স্ট্রাইকার ভাবতেই পারেন

লেভানডোভস্কি, সুখী স্ট্রাইকার ভাবতেই পারেন

পুলিশের সাথে সংঘর্ষে জড়ালো পিএসজি সমর্থকরা

পুলিশের সাথে সংঘর্ষে জড়ালো পিএসজি সমর্থকরা

বার্সেলোনায় বদলী খেলতেও রাজি সুয়ারেজ

বার্সেলোনায় বদলী খেলতেও রাজি সুয়ারেজ