নেইমারের সফল অস্ত্রোপচার, খেলতেও পারেন বিশ্বকাপে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৮ পিএম, ০৪ মার্চ ২০১৮
নেইমারের সফল অস্ত্রোপচার, খেলতেও পারেন বিশ্বকাপে

ব্রাজিল তারকা নেইমারের ডান পায়ে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগতে পারে দুই মাস। ব্রাজিল ফুটবল ফেডারেশন এবং পিএসজির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে, সফল অস্ত্রোপচারের ফলে রাশিয়া বিশ্বকাপে নেইমারের খেলার সম্ভাবনাও প্রবল।

আর্ন্তজাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ব্রাজিলের বেলো হরিজন্তে শহরের মাতের দেই হাসপাতালে নেইমারের অপারেশেন করানো হয়। ব্রাজিলিয়ান ডাক্তার রদ্রিগো লাসমার অস্ত্রোপচার করেছেন।

এর আগে বৃহস্পতিবার অপারেশন করাতে প্যারিস থেকে নিজ দেশ ব্রাজিলে পৌঁছেন নেইমার। তখন ম্যাচের পর পিএসজি তারকা ম্যানেজার উনাই এমেরি জানিয়েছিলেন, প্রাথমিক পরীক্ষার পরে জানা গেছে নেইমারের চোট গুরুতর নয়। গোড়ালির লিগামেন্টে আঘাত লেগেছে দলের সব চেয়ে দামি তারকার। লিগামেন্টে চোটের সঙ্গে পায়ের কনিষ্ঠ আঙুলের হারও (মেটাটারসাল) ভেঙেছে নেইমারের।

গত ২৬ ফব্রুয়ারি ফরাসি লিগ ওয়ানে মার্সেইয়ের বিরুদ্ধে পিএসজির ম্যাচ চলাকালীন ডান পায়ে চোট পান নেইমার। গোড়ালি মচকানো ছাড়াও স্ক্যান রিপোর্টে পঞ্চম মেটাটারসালে চিড় ধরা পড়ে। ফলে দেশে ফিরে চোটের জায়গায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন নেইমার।


শেয়ার করুন :


আরও পড়ুন

নেইমারের বিশ্বকাপও অনিশ্চিত

নেইমারের বিশ্বকাপও অনিশ্চিত

নেইমার বিশ্বের সেরা : পেলে

নেইমার বিশ্বের সেরা : পেলে

নেইমারবিহীন পিএসজিতেও জিদানের সতর্কতা

নেইমারবিহীন পিএসজিতেও জিদানের সতর্কতা

ইউনাইটেড ছাড়ছেন ইব্রাহিমোভিচ

ইউনাইটেড ছাড়ছেন ইব্রাহিমোভিচ