জুভেন্টাস ছেড়ে ইন্টার মিয়ামিতে হিগুয়েইন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৫ এএম, ২০ সেপ্টেম্বর ২০২০
জুভেন্টাস ছেড়ে ইন্টার মিয়ামিতে হিগুয়েইন

জুভেন্টাস থেকে আর্জেন্টাইন অভিজ্ঞ তারকা গঞ্জালো হিগুয়েইনকে দলে ভিড়িয়েছে ইন্টার মিয়ামি। ১৮.৩ মিলিয়ন ইউরো লোকসান দিয়ে হিগুয়েইনের সাথে সম্পর্ক ছিন্ন করেছে জুভেন্টাস।

রিয়াল মাদ্রিদের সাবেক এই স্ট্রাইকার ফ্লোরিডার দলটির সাথে সাড়ে পাঁচ মিলিয়ন ডলারে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। মেজর লিগ সকারে এখন হিগুয়েইনই সর্বোচ্চ আয়ের খেলোয়াড়। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মিয়ামিতে ৯ নম্বর জার্সি পড়ে মাঠে নামবেন তিনি। এর আগে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন হিগুয়েইনের সাবেক জুভেন্টাস সতীর্থ ব্লেইস মাতৌদি।

এর মাধ্যমে জুভেন্টাসের সাথে তার চার বছরের সম্পর্কের অবসান হলো। জুভেন্টাসের হয়ে হিগুয়েইন তিনটি সিরি-এ ও দুটি কোপা ইতালিয়া শিরোপা জিতেছেন। ২০১৬ সালে নাপোলি থেকে হিগুয়েইনকে দলভুক্ত করার সময় রিলিজ ক্লজের ৯০ মিলিয়ন ইউরো পরিশোধ করেছিল জুভেন্টাস। গত মৌসুমে ধারে এসি মিলান ও চেলসিতে যাওয়ার আগে তিনি ব্যর্থতার মধ্যে ঘুরপাক খাচ্ছিলেন।

ইন্টার মিয়ামির ওয়েবসাইটে হিগুয়েইন বলেছেন, ‘এই চুক্তির পিছনে ইন্টার মিয়ামি যেভাবে পরিশ্রম করেছে তাতে প্রথমত আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমি মনে করি এটা আমার ক্যারিয়ারে দারুণ একটি অভিজ্ঞতা যোগ করবে। নতুন অভিজ্ঞতা, নতুন লিগ, সুন্দর শহর- আমি এসবই চেয়েছিলাম। এখানে আসতে পেরে আমি সত্যিই দারুণ খুশি। আমার লক্ষ্য হচ্ছে ইউরোপে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি তার সবটুকু দিয়ে এই ক্লাবকে সহযোগিতা করা এবং দলের শিরোপা জয়ে অবদান রাখা।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

হিগুয়েইনকে বাদ দিতে জুভেন্টাসের ক্ষতি ১৮.৩ মিলিয়ন ইউরো

হিগুয়েইনকে বাদ দিতে জুভেন্টাসের ক্ষতি ১৮.৩ মিলিয়ন ইউরো

৯ বছরের আইনি লড়াইয়ে মেসির জয়, থাকছে মেসি ব্র্যান্ড

৯ বছরের আইনি লড়াইয়ে মেসির জয়, থাকছে মেসি ব্র্যান্ড

ফিফা র‌্যাঙ্কিংয়ে আগের অবস্থানেই বাংলাদেশ, ভারতের অবনতি

ফিফা র‌্যাঙ্কিংয়ে আগের অবস্থানেই বাংলাদেশ, ভারতের অবনতি

বায়ার্ন ছেড়ে লিভারপুলে যোগ দিচ্ছেন থিয়াগো আলকান্তারা

বায়ার্ন ছেড়ে লিভারপুলে যোগ দিচ্ছেন থিয়াগো আলকান্তারা