প্যারেডিসকে `ছাপার অযোগ্য ভাষায়` গালি দিয়েছে রেফারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৯ এএম, ০৭ মে ২০২১
প্যারেডিসকে `ছাপার অযোগ্য ভাষায়` গালি দিয়েছে রেফারি

ম্যানচেস্টার সিটি বনাম পিএসজি ম্যাচ শেষ হয়ে গেলেও  এ নিয়ে বিতর্ক এখনও চলছে। বিতর্কের মূল নায়ক এবার কোনো ফুটবলার কিংবা ম্যানেজার নন, স্বয়ং রেফারি। ম্যাচ চলাকালীন সময়ে পিএসজির খেলোয়াড়কে রেফারি `ছাপার অযোগ্য ভাষায়` গালি দিয়েছেন বলে অভিযোগ তুলেন আন্দ্রে হেরেরা। 

ঘটনার মূল সূত্রপাত হয় ম্যাচের ৬৯ মিনিটে। ম্যানচেস্টার সিটির ফারনান্দিনহোকে ফাউল করায় লাল কার্ড দেখেন পিএসজির ডি মারিয়া। আর তাতে রেফারির সাথে তর্কে জড়ায় পিএসজির লিয়ান্দ্রো প্যারেডিস। আর তখনই রেফারি প্যারেডিস কে গালি দেন, যা ছাপার অযোগ্য বলে অভিমত প্রকাশ করেন হেরেরা।

সেই ম্যাচ শেষে রেফারির এই ব্যাপার নিয়ে হেরেরা বলেন, `রেফারি প্যারেডিসকে গালি দিয়েছে যা ছাপার অযোগ্য। আমি যদি এমন ভাষা ব্যবহার করতাম তাহলে কমপক্ষে ৪ ম্যাচের জন্য নির্বাসিত হতাম। রেফারিদের শ্রদ্ধা করতে বলা হয়, কিন্তু এমন রেফারি কখনো কাম্য নয়।`

হেরেরা আরও বলেন, `রেফারির সঙ্গে আমিও অনেক কথা বলেছি, কিন্তু এমন বাজে ভাষা কখনো প্রয়োগ করিনি।` 

এদিকে, পিএসজির কোচ পোচেত্তিনো আশা করেন উয়েফা ব্যাপারটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

এক নজরে চেলসি-রিয়াল খেলোয়াড়দের ম্যাচ রেটিং

এক নজরে চেলসি-রিয়াল খেলোয়াড়দের ম্যাচ রেটিং

সেমিফাইনালেই বিদায় রিয়ালের, ফাইনালে দুই ইংলিশ ক্লাব

সেমিফাইনালেই বিদায় রিয়ালের, ফাইনালে দুই ইংলিশ ক্লাব

জয়ের অপেক্ষা বাড়লো আরামবাগের

জয়ের অপেক্ষা বাড়লো আরামবাগের

বেশি ফুটবলার নিবন্ধনের সুযোগ পাচ্ছে ইউরোর দেশগুলো

বেশি ফুটবলার নিবন্ধনের সুযোগ পাচ্ছে ইউরোর দেশগুলো