নতুন কোচ পেল জার্মানি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৯ এএম, ২৬ মে ২০২১
নতুন কোচ পেল জার্মানি

গুঞ্জন ছিল, সেই গুঞ্জনই সত্য হলো। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপের পর নতুন কোচ পেতে যাচ্ছে জার্মানি। জার্মানির নতুন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বায়ার্ন মিউনিখের সদ্য সাবেক কোচ হান্স ফ্লিক।

 ২০১৪ বিশ্বকাপ জয়ী লুভের জায়গায় ফ্লিককে দেখা যাবে। নতুন এই কোচের সাথে দুই বছরের চুক্তি করেছে জার্মানি ফুটবল ফেডারেশন। 

আরও পড়ুন: পুরনো ক্লাবেই কি যাচ্ছেন রোনালদো?

জার্মানির দায়িত্ব নিতে পেরে খুশি ফ্লিকও। জার্মানির প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী দল গঠনে তিনি কাজ করবেন বলে জানান। 

ফ্লিক বলেন, 'আমি দারুণভাবে মুখিয়ে আছি। আমি দেখেছি খেলোয়াড়েরা কতটা প্রতিভাবান। বিশেষ করে এ দেশের তরুণ খেলোয়াড়েরা বেশ বুদ্ধিদীপ্ত।' 

কোচের সুরে কথা বলেন জার্মানি ফুটবল দলের পরিচালক অলিভার বিয়ারহুফও। ফ্লিককে কোচ হিসেবে পেয়ে খুশি তিনি। 

আরও পড়ুন: রামোসকে ছাড়াই দল ঘোষণা স্পেনের 

দলের জন্য ফ্লিক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস অলিভারের। তিনি বলেন, 'শুরু থেকেই কোচ হিসেবে সে আমার পছন্দের শীর্ষে ছিল।'  

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

রামোস বিহীন স্পেন দলে সুযোগ পায়নি রিয়াল মাদ্রিদের কেউ

রামোস বিহীন স্পেন দলে সুযোগ পায়নি রিয়াল মাদ্রিদের কেউ

প্রিমিয়ার লিগের সেরা কোচ গার্দিওলা

প্রিমিয়ার লিগের সেরা কোচ গার্দিওলা

নিজেদের ম্যাচ নেই, টিভিতে আফগানিস্তানের খেলা দেখবে জামাল ভূঁইয়ারা

নিজেদের ম্যাচ নেই, টিভিতে আফগানিস্তানের খেলা দেখবে জামাল ভূঁইয়ারা

ক্যারিয়ারে এমন বাজে সময় কাটাইনি: রামোস

ক্যারিয়ারে এমন বাজে সময় কাটাইনি: রামোস