রিয়াল-রামোসের ১৬ বছরের সম্পর্কের ইতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১২ পিএম, ১৭ জুন ২০২১
রিয়াল-রামোসের ১৬ বছরের সম্পর্কের ইতি

কিছুদিন ধরেই গুঞ্জন ছিল রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন দলটির ডিফেন্ডার সার্জিও রামোস। বিশেষ করে মৌসুম শেষ হওয়ার পরও রামোসের সাথে নতুন করে চুক্তি না করায় ক্লাব ছাড়ার শঙ্কাটি আরও ভালোভাবে ঝেঁকে বসেছিল। অবশেষে, গুঞ্জনই সত্যি হলো। দীর্ঘ ১৬ বছর রিয়াল মাদ্রিদে কাটানোর পর অবশেষে ক্লাবটি থেকে বিদায় নিলেন তিনি।

বুধবার (১৬ জুন) অফিশিয়াল এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে রিয়াল মাদ্রিদ। ২০০৫ সালে সেভিয়া ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। এরপর থেকেই ক্লাবের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকেন এই ডিফেন্ডার। ১৬ মৌসুমে তার জেতা অসংখ্য ট্রফির মধ্যে রয়েছে চারটি ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ, পাঁচটি লিগ শিরোপা ও দুটি কোপা দেল রে।

১৬ বছরের ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে তিনি ৬৭১টি ম্যাচ খেলেছেন। ১০১ টি গোলের পাশাপাশি তার রয়েছে ৪০টি এ্যাসিস্টও।

রিয়াল মাদ্রিদ ছেড়ে এই তারকা খেলোয়াড় আবার ফিরে যাচ্ছেন সেভিয়াতেই। যদিও রিয়াল মাদ্রিদ তাকে ছাড়তে চায়নি। কিন্তু পারিশ্রমিক নিয়ে সমঝোতা না হওয়ায় রিয়াল ছাড়ার সিদ্ধান্তই নেন রামোস।

এদিকে, রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রিয়াল মাদ্রিদ বৃহস্পতিবার (১৭ জুন) আনুষ্ঠানিকভাবে সার্জিও রামোসের বিদায়ের কথা ঘোষণা করবে। তার আগে এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে মিডিয়ার সামনে আসবেন রামোস।’

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

সুইসদের হারিয়ে শেষ ষোলোতে ইতালি

সুইসদের হারিয়ে শেষ ষোলোতে ইতালি

পগবাকে কামড়ের কথা অস্বীকার করলেন রুডিগার

পগবাকে কামড়ের কথা অস্বীকার করলেন রুডিগার

টটেনহাম-সিটি ম্যাচ দিয়ে শুরু ইংলিশ প্রিমিয়ার লিগ

টটেনহাম-সিটি ম্যাচ দিয়ে শুরু ইংলিশ প্রিমিয়ার লিগ

কোপা সংশ্লিষ্ট আরও ১১ জন করোনা আক্রান্ত

কোপা সংশ্লিষ্ট আরও ১১ জন করোনা আক্রান্ত