উত্তেজনাপূর্ণ খেলা উপহার দিলো জার্মানি-স্পেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫২ এএম, ২৪ মার্চ ২০১৮
উত্তেজনাপূর্ণ খেলা উপহার দিলো জার্মানি-স্পেন

জার্মানি-স্পেন ম্যাচটা জমে উঠেছিল সেয়ানে সেয়ানে। শুক্রবার রাতে লড়াইটা জমে উঠেছিল ঠিক তাই। কেউ কাউকে একটুও ছাড় দেয়নি বা সুযোগও পায়নি। ম্যাচের প্রতি মুহূর্তে ছিল উত্তেজনা। নির্ধারিত সময় শেষে ১-১ গোলে ড্র করেছে দল দুটি।

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের কিছুটা অবাক করে দিয়েই ম্যাচের শুরুতেই গোল করে বসে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ইনিয়েস্তার ডিফেন্স চেরা পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন রড্রিগো। এরপর শুরু হয় জার্মান আক্রমণ। ৯ মিনিটে কিমিচের ক্রসে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন টিমো ওয়ার্নার। পরের মিনিটে হেক্টরের দুর্দান্ত ভলি একটুর জন্য গোলবারের উপর দিয়ে চলে যায়। ৩১ মিনিটে আবারও গোলের সুযোগ পেয়েছিল জার্মানি কিন্তু ওয়ার্নার আবারও ব্যর্থ হন। অবশেষ ৩৫ মিনিটে ডে গিয়া দেয়াল ভাঙেন থমাস মুলার।

ক্রুসের কাছ থেকে বল পেয়ে খেদেইরা বল বাড়ান থমাস মুলারের দিকে। মুলার সেটিকে গোলে পরিণত করলে সমতায় ফেরে বিশ্বচ্যাম্পিয়নরা। ৪৩ মিনিটে ড্রাক্সলার শট নিলেও সেটি রুখে দেন রামোস।

সমতায় থেকে বিরতি থেকে ফিরেও চলে আক্রমণ প্রতি আক্রমণ। ৪৭ মিনিটে বা পাশ থেকে ড্রাক্সলারের দুর্দান্ত শট রুখে দেন ডে গিয়া। ৫৫ এবং ৫৬ মিনিটে ইস্কোর দুটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন জার্মান গোলকিপার টের স্টেগান। ৬৫ মিনিটে ক্রুসের ফ্রি কিক ক্রসবারের লেগে বাইরে গেলে গোলবঞ্চিত হয় জার্মানি। ৬৮ মিনিটে আসেন্সিওর ক্রসে গোল করতে ব্যর্থ হন ডিয়েগো কস্তা।

ম্যাচের ৮৯ মিনিটে গোরেতজকা রামোসকে একা পেয়েও তাকে পরাস্ত করে বল এগিয়ে নিয়ে যেতে পারেননি। ফলে ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকত হয় দু’দলকে। জার্মানি পরের ম্যাচ খেলবে ব্রাজিলের বিপক্ষে। অন্যদিকে স্পেন মুখোমুখি হবে আর্জেন্টিনার।


শেয়ার করুন :


আরও পড়ুন

নেইমার ছাড়াই রাশিয়ার জালে ব্রাজিলের ৩ গোল

নেইমার ছাড়াই রাশিয়ার জালে ব্রাজিলের ৩ গোল

ইতালিকে উড়িয়ে দিলো মেসিবিহীন আর্জেন্টিনা

ইতালিকে উড়িয়ে দিলো মেসিবিহীন আর্জেন্টিনা

ব্যাটমিন্টন ও ভলিবলে চাঁদপুরের চ্যাম্পিয়ন মতলব উত্তর

ব্যাটমিন্টন ও ভলিবলে চাঁদপুরের চ্যাম্পিয়ন মতলব উত্তর

নতুন প্রজন্মের সঙ্গী হতে পেরে খুশি বুফন

নতুন প্রজন্মের সঙ্গী হতে পেরে খুশি বুফন