আবারও এক ক্লাবে মেসি-নেইমার, নিশ্চিত করলো কাতার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৯ এএম, ০৮ আগস্ট ২০২১
আবারও এক ক্লাবে মেসি-নেইমার, নিশ্চিত করলো কাতার

লিওনেল মেসি-বার্সেলোনার চূড়ান্ত। ফুটবল বিশ্বের দৃষ্টি এখন মেসির নতুন গন্তব্যের দিকে। কোথায় জয়েন্ট করছেন এই ফুটবল যাদুকর। এমন তথ্যের খোঁজে স্বস্তির জল ঢাললেন কাতার যুবরাজ। জানালেন, আবারও এক হচ্ছেন মেসি ও নেইমার। অর্থাৎ, পিএসজিতে যাচ্ছেন লিওনেল মেসি।

মেসি-পিএসজির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোন ঘোষণা আসেনি। তবে তা খুব দ্রুতই হবে বলে জানিয়েছেন পিএসজির স্বত্বাধিকারী কাতারের বাদশা তামিম বিন হামাদ আল থানির ভাই খালিদ বিন হামাদ বিন খলিফা আন থানি।

তিনি টুইট করে জানান, ‘আলোচনা শেষ (মেসির সাথে)। শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’ টুইটে তিনি নিশ্চিত করেন মেসি পিএসজিতেই যাচ্ছেন।

মেসিকে কেনার দৌঁড়ে ছিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিও। তবে দলটির কোচ পেপ গার্দিওয়ালা সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন, মেসিকে তাড়া নিচ্ছেন না

এদিকে, চারিদিকে নানা গুঞ্জনের মাঝে পিএসজিতে যোগ দেওয়ার তথ্যে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মেসি ভক্তরা। তেমনি রয়েছে আরেকটি হতাশার খবরও। বার্সেলোনায় খেলা ১০ নম্বর জার্সি আর পাচ্ছেন না তিনি। পিএসজিতে মেসির নম্বর হবে ১৯। আর ১০ নম্বর জার্সিতে খেলবেন নেইমার।

বার্সেলোনার সাথে দীর্ঘ দিনের সম্পর্ক টিকিয়ে রাখতে অর্ধেক বেতনেও থাকতে রাজি ছিলেন মেসি। ক্লাব বার্সেলোনাও তাকে রাখেতে ‘চেয়েছিল’। তবে লা লিগার আর্থিক নিয়মের বাধায় দুই পক্ষে চুক্তি নবায়ন করা সম্ভব হয়নি। যেখানে নতুন করে ক্লাব বার্সেলোনার সাথে ৫ বছরের চুক্তি করার কথা ছিল মেসির।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির বিদায়ে গ্রিজম্যানকে ‘দায়ী’!

মেসির বিদায়ে গ্রিজম্যানকে ‘দায়ী’!

মেসিকে না রাখা বার্সার জন্য ‘সেরা সিদ্ধান্ত’ : লাপোর্তে

মেসিকে না রাখা বার্সার জন্য ‘সেরা সিদ্ধান্ত’ : লাপোর্তে

মেসির বিদায়ে মুখোমুখি অবস্থায় লা লিগা ও বার্সা সভাপতি

মেসির বিদায়ে মুখোমুখি অবস্থায় লা লিগা ও বার্সা সভাপতি

বার্সা-মেসির বিচ্ছেদে নেইমারের প্রতিক্রিয়া

বার্সা-মেসির বিচ্ছেদে নেইমারের প্রতিক্রিয়া