মেসিকে নিতে আগ্রহী নয় ম্যানসিটি : গার্দিওয়ালা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৩ এএম, ০৭ আগস্ট ২০২১
মেসিকে নিতে আগ্রহী নয় ম্যানসিটি : গার্দিওয়ালা

লিওনেল মেসির সাথে বার্সেলোনার সম্পর্কের ইতি ঘটেছে, এরপরই গুঞ্জনে উঠেছে মেসির ভবিষ্যত গন্তব্য ম্যানচেস্টার সিটি অথবা প্যারিস সেন্ট জার্মেইন। তবে ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওয়ালা জানালেন মেসিকে দলে ভেড়াতে আগ্রহী নয় ম্যানচেস্টার সিটি। ইতিমধ্যেই সিটিজেনদের দলে ভিড়িছে ইংলিশ তারকা জ্যাক গ্রিলিশ।

লা লিগার বেতন কাঠামোর কারণে বার্সেলোনার সাথে নতুন করে চুক্তি করতে পারেননি লিওনেল মেসি। অর্ধেক বেতনে বার্সেলোনায় খেলতে রাজি ছিলেন মেসি। তবে এরপরও লা লিগার ফেয়ার প্লে নিয়মের বেড়াজালে আটকে পড়ে বাধ্য হয়েই বার্সা ছেড়েছেন তিনি।

লিওনেল মেসির বার্সা ত্যাগের খবরে বেশিরভাগ ফুটবল সমর্থকরাই ভেবেছেন তার সম্ভাব্য গন্তব্য ম্যানসিটি অথবা পিএসজি। তবে ম্যানচেস্টার সিটি বস জানিয়েছেন মেসিকে দলে ভেড়ানোর কোনো পরিকল্পনা নেই তাদের। বরঞ্চ তারা জ্যাক গ্রিলিশকে নিয়েই খুশি আছেন।

ম্যানচেস্টার সিটির কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের সাথে বার্সেলোনায় থাকাকালীন মেসির সাথে বেশ ভালো সম্পর্ক ছিলো। এ কারনেই বেশিরভাগ সমর্থকরাই মেসিকে সিটিজেনদের জার্সিতে দেখেছেন। তবে গার্দিওয়ালার এ বক্তব্যের পর ম্যানচেস্টার সিটিতে মেসিকে দেখা যাবে না তা প্রায় শতভাগ নিশ্চিত।

মেসির বার্সেলোনা ত্যাগের দিনেই সিটিজেনদের ডেরায় এসেছেন ইংলিশ তারকা জ্যাক গ্রিলিশ। তাকে দলে ভিড়িয়েই ১০ নম্বর জার্সি দিয়েছে। তাকে দলে ভেড়াতে প্রায় ১০০ মিলিয়ন ইউরো খরচ করেছে সিটিজেনরা।

এ বিষয়ে গার্দিওয়ালা বলেন, ‘আমরা ১০০ মিলিয়ন দিয়েছে এবং ৬০ মিলিয়ন নিয়ে এসেছি। আমাদের খরচ হয়েছে ৪০ মিলিয়ন। আমরা তাকে ১০ নম্বর জার্সি দিয়েছে। আমরা তাকে বার্সেলোনাতেই থাকতে বলি। সে এখন আমাদের ভাবনাতে নাই।’

সর্বশেষ গ্রীষ্মকালীন দলবদলে লিওনেল মেসিকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছিলো ম্যানচেস্টার সিটি। তবে সেবার তাকে কোনোভাবেই দলে ভেড়াতে পারেনি তারা। এবার সুযোগ পেয়েও মেসিকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেনি সিটি।

বার্সেলোনার সাবেক ফুটবলার এবং কোচ হিসেবে মেসি কাতালান ক্লাবটিতেই ক্যারিয়ার শেষ করুক এটাই চান তিনি। তবে শেষ পর্যন্ত বার্সেলোনাতে ক্যারিয়ার শেষ করা হবে না তার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির গন্তব্য কোথায়? সম্ভাব্যের তালিকায় ম্যানসিটি ও পিএসজি

মেসির গন্তব্য কোথায়? সম্ভাব্যের তালিকায় ম্যানসিটি ও পিএসজি

মেসিকে না রাখা বার্সার জন্য ‘সেরা সিদ্ধান্ত’ : লাপোর্তে

মেসিকে না রাখা বার্সার জন্য ‘সেরা সিদ্ধান্ত’ : লাপোর্তে

রেকর্ড গড়ে ম্যান সিটিতে গ্রিলিশ

রেকর্ড গড়ে ম্যান সিটিতে গ্রিলিশ

মেসির বিদায়ে মুখোমুখি অবস্থায় লা লিগা ও বার্সা সভাপতি

মেসির বিদায়ে মুখোমুখি অবস্থায় লা লিগা ও বার্সা সভাপতি