অলিম্পিকে স্বর্ণ জিতেও শাস্তির মুখে ব্রাজিলের ফুটবলাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৫ এএম, ১০ আগস্ট ২০২১
অলিম্পিকে স্বর্ণ জিতেও শাস্তির মুখে ব্রাজিলের ফুটবলাররা

অলিম্পিকে স্বর্ণ জিতেও ভালো নেই ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলাররা। টানা দুবার অলিম্পিকে স্বর্ণ জেতা ব্রাজিল টোকিও অলিম্পিকে স্পেনকে হারিয়ে এবারও স্বর্ণ পদক লাভ করে। কিন্তু তারপরও দেশটির অলিম্পিক কমিটির শাস্তির মুখে পড়তে হচ্ছে দানি আলভেস-রির্চালিসনদের।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রাজিলের অলিম্পিক কমিটি জানায়, পুরস্কার গ্রহণের সময়ে ব্রাজিলের সরকারি ইউনিফর্ম পরতে অস্বীকার করেন ফুটবলাররা। আর তাই তাদেরকে শাস্তি প্রদান করা হবে। একই সাথে দেশটির ফুটবল ফেডারেশনেরও তীব্র সমালোচনা করেন অলিম্পিক কমিটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অলিম্পিকে ব্রাজিল দলের স্পন্সর সহ অন্য ক্রীড়াবিদদের স্বার্থ সুরক্ষিত রাখতে ব্রাজিল অলিম্পিক কমিটি কী ব্যবস্থা নেবে, তা প্রকাশ করা হবে।

স্পেনকে ফাইনালে হারিয়ে পুরস্কার নিতে যাওয়ার সময় ব্রাজিল ফুটবলারদের জানানো হয়, দেশের সরকারি ইউনিফর্ম পরেই পুরস্কার নিতে হবে। যে ইউনিফর্মের মূল স্পন্সর চীনা সংস্থা পিক স্পোর্টস। তবে ফুটবলাররা ওই কথার তোয়াক্কা না করে নাইকের জার্সিতে হাজির হন। জ্যাকেট কোমরে বাঁধা ছিল।

ব্রাজিল ফুটবলারদের পাল্টা বক্তব্য, দেশের ফুটবল সংস্থার কথা অনুযায়ীই তারা সমস্ত কিছু করেছে। ব্রাজিলের একশ্রেণির প্রচারমাধ্যমে আবার জানানো হয়েছে, পুরস্কার গ্রহণের সময়ে যে সরকারি ইউনিফর্ম পরতে হবে, সেটা তাদের আগেভাগে জানানো হয়নি।

শনিবার (৭ আগস্ট) টোকিও অলিম্পিকের ফাইনালে স্পেনের মুখোমুখি হয় ব্রাজিল। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই জয় পায় ব্রাজিল। টানা দ্বিতীয়বারের মতো জিতে অলিম্পিক ফুটবলের স্বর্ণ। পঞ্চম দেশ হিসেবে টানা দ্বিতীয় বার স্বর্ণ পদক জয় করেছে ব্রাজিল।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রীতি ম্যাচে লাল কার্ড দেখলেন হোসে মরিনহো

প্রীতি ম্যাচে লাল কার্ড দেখলেন হোসে মরিনহো

মেসিকে পেতে পিএসজির নতুন পরিকল্পনা

মেসিকে পেতে পিএসজির নতুন পরিকল্পনা

মেসির পিএসজি যাওয়া আটকাতে আদালতে বার্সেলোনা

মেসির পিএসজি যাওয়া আটকাতে আদালতে বার্সেলোনা

জুভেন্টাসকে হারিয়েই মেসি পরবর্তী বার্সার পথচলা শুরু

জুভেন্টাসকে হারিয়েই মেসি পরবর্তী বার্সার পথচলা শুরু