দুই মাসের জন্য মাঠের বাইরে আগুয়েরো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪১ এএম, ১০ আগস্ট ২০২১
দুই মাসের জন্য মাঠের বাইরে আগুয়েরো

ইনজুরি সমস্যায় দুই মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সার্জিও আগুয়েরো। সম্প্রতিই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় নাম লিখিয়েছেন তিনি। ক্লাবের হয়ে কোনো ম্যাচ খেলার আগেই ইনজুরির কারণে ছিটকে পড়েছেন। বার্সেলোনা কর্তৃপক্ষ আগুয়েরোর ইনজুরির বিষটি নিশ্চিত করেছে।

সর্বশেষ ২০২০-২১ মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটি থেকে ফ্রি এজেন্ট হিসেবে বার্সেলোনায় নাম লেখান আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। তবে ক্লাবের হয়ে অভিষেক হওয়ার আগেই ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গিয়েছেন। সোমবার (৯ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ।

২০১৯-২০ মৌসুমের পরই বার্সেলোনা ছেড়ে অ্যাথলেটিকো মাদ্রিদে পাড়ি জমান উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। এরপর থেকেই তীব্র স্ট্রাইকার সংকটে ভুগছে বার্সেলোনা। সে সমস্যা সমাধানেই আগুয়েরোকে দলে ভিড়িয়েছে কাতালান ক্লাবটি।

বার্সেলোনার হয়ে অনুশীলন করার সময় কাফ ম্যাসেল ইনজুরিতে পড়েন আগুয়েরো। কিছুদিন আগেই ইনজুরির বিষয়টি জানা গেলেও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি বার্সেলোনা। তবে সোমবার এ বিষয়ে বিবৃতি দিয়েছে তারা।

ইনজুরি থেকে সেরে উঠলেও বার্সেলোনার জার্সি গায়ে মাঠে নামতে পারবেন কিনা তা নিয়েও শঙ্কা রয়েছে। কারণ আর্থিক সমস্যা জনিত কারণে দলে আসা নতুন কোনো ফুটবলারকে এখনও রেজিষ্ট্রেশন করাতে পারেনি কাতালান ক্লাবটি।

লা লিগার ফেয়ার প্লে নিয়মের কারণে ইতিমধ্যেই দল ছেড়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তবে নতুন করে দলে আসা বাকি ফুটবলারদের দ্রুতই রেজিষ্ট্রেশন করাতে পারবে বলে জানিয়েছে ক্লাব।

বার্সেলোনার হয়ে ১৯ নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন সার্জিও আগুয়েরো। তবে লিওনেল মেসির ছেড়ে যাওয়া ১০ নম্বর জার্সি এখনও কাউকে দেয়নি বার্সেলোনা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনার নতুন অধিনায়ক সার্জিও বুসকেটস

বার্সেলোনার নতুন অধিনায়ক সার্জিও বুসকেটস

মেসিকে পেতে পিএসজির নতুন পরিকল্পনা

মেসিকে পেতে পিএসজির নতুন পরিকল্পনা

মেসির পিএসজি যাওয়া আটকাতে আদালতে বার্সেলোনা

মেসির পিএসজি যাওয়া আটকাতে আদালতে বার্সেলোনা

প্রীতি ম্যাচে লাল কার্ড দেখলেন হোসে মরিনহো

প্রীতি ম্যাচে লাল কার্ড দেখলেন হোসে মরিনহো