রাশিয়া বিশ্বকাপ : ৮০ বছর পর নেই ইংল্যান্ডের রেফারি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৯ পিএম, ৩০ মার্চ ২০১৮
রাশিয়া বিশ্বকাপ : ৮০ বছর পর নেই ইংল্যান্ডের রেফারি

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর বিশ্বকাপের কোন আসর বসেনি ইংলিশ রেফারি ছাড়া। তবে রাশিয়া বিশ্বকাপের আয়োজনটি হতে যাচ্ছে ইংলিশ রেফারি ছাড়াই।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ টুর্নামেন্টের ৯৯টি ম্যাচের কোনটিই পরিচালনার দায়িত্ব পায়নি ইংলিশ রেফারি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিজেই বিষয়টি নিশ্চিত করেছে।

ইংল্যান্ডের রেফারি মার্ক ক্ল্যাটেনবার্গ প্রিমিয়ার লিগ থেকে গত গ্রীষ্মে অবসর নিয়েছেন। তাকে দুই বছর আগে ফিফার বর্তমান কমিটি প্রথমিকভাবে বিশ্বকাপের রেফারি গ্রুপের অন্তর্ভুক্ত করেছিল। কিন্তু মোটা অর্থের হাতছানিতে তিনি সৌদি আরবে পারি জমানোয় এখন ফিফার বিশ্বকাপ পরিচালনার জন্য গঠিত তালিকাটি ইংলিশ রেফারি শূন্য হয়ে গেছে। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম বিশ্বকাপ ফুটবলের পরিচালনায় থাকছে না কোন ইংলিশ রেফারি।

রাশিয়া বিশ্বকাপ আসরে ঠাই পাওয়া উয়েফা এফিলিয়েটেড রেফারিদের মধ্যে রয়েছেন- জার্মানি, তুরস্ক, রাশিয়া, হল্যান্ড, পোল্যান্ড, স্পেন, সার্বিয়া, ইতালি, স্লোভানিয়া ও ফরাসি রেফারিরা।

ইংল্যান্ডকেই ‘চমৎকার এই খেলাটির’ প্রবর্তক হিসেবে বিশ্বব্যাপী বিবেচনা করা হয়। অথচ এই খেলার বিশ্ব আসরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে কোন ইংলিশ রেফারি ছাড়া। ফিফার এই সিদ্ধান্তটি এমন এক সময় প্রকাশ করা হলো, যখন গুপ্তচর হত্যা প্রচেষ্টা নিয়ে বৃটেন ও রাশিয়ার মধ্যে চরম উত্তেজনা চলছে।

যার রেশ ধরে বৃটেনের পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন বলেছেন, আগামী ১৪ জুন থেকে ১৫ জুলাই রাশিয়ায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে কোন বৃটিশ অভিজাত কিংবা রাজ পরিবারের সদস্যকে সেখানে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।


শেয়ার করুন :


আরও পড়ুন

র‌্যাঙ্কিংয়ে পেছালো আর্জেন্টিনা, স্থিতিশীল ব্রাজিল

র‌্যাঙ্কিংয়ে পেছালো আর্জেন্টিনা, স্থিতিশীল ব্রাজিল

হারের দায় নিজের কাঁধেই নিচ্ছি : সাম্পাওলি

হারের দায় নিজের কাঁধেই নিচ্ছি : সাম্পাওলি

ইতালির মান বাঁচল ইনসিনিয়ে

ইতালির মান বাঁচল ইনসিনিয়ে

জার্মানিকে হারিয়ে ব্রাজিলের মধুর প্রতিশোধ

জার্মানিকে হারিয়ে ব্রাজিলের মধুর প্রতিশোধ