অ্যাস্টন ভিলার দায়িত্বে ইংলিশ কিংবদন্তি স্টিভেন জেরার্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪১ এএম, ১২ নভেম্বর ২০২১
অ্যাস্টন ভিলার দায়িত্বে ইংলিশ কিংবদন্তি স্টিভেন জেরার্ড

ইংলিশ প্রিমিয়ার লিগের দল অ্যাস্টন ভিলার কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন স্টিভেন জেরার্ড। লিভারপুল এবং ইংল্যান্ডের এ কিংবদন্তিকে সাড়ে তিন বছরের চুক্তিতে দলে নিয়ে এসেছে অ্যাস্টন ভিলা কর্তৃপক্ষ।

খেলোয়াড়ি ক্যারিয়ারকে বিদায় জানিয়ে ২০১৮ সালে স্কটিশ ক্লাব রেঞ্জার্সের দায়িত্ব নেন স্টিভেন জেরার্ড। রেঞ্জার্সকে ১৯৩ ম্যাচে কোচিং করিয়ে ১২৫ ম্যাচে জয় এনে দিয়েছিলেন। বিপরীতে মাত্র  ৪২ ম্যাচ হেরেছিল। 

রোববার (৭ নভেম্বর) কোচ ডিন স্মিথকে ছাটাই করে অ্যাস্টন ভিলা। টানা পাঁচ ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের ১৬তম স্থানে আছে ভিলা। তাই তো স্মিথকে ছাটাই করার সিদ্ধান্ত নেয় অ্যাস্টন ভিলা।

জেরার্ডের কোচিং ক্যারিয়ার খুব বেশি সমৃদ্ধ নয়। তিন বছর রেঞ্জার্সকে কোচিং করালেও এর আগে এক মৌসুম লিভারপুলের বয়সভিত্তিক দলের কোচ হিসেবে কাজ করেছেন। এরপরেও তার উপর আস্থা রাখতে চাচ্ছে অ্যাস্টন ভিলা।

খেলোয়াড়ি জীবনের প্রায় পুরোটাই লিভারপুলে কাটিয়েছেন স্টিভেন জেরার্ড।  অল রেডদের হয়ে ৭১০ ম্যাচে করেছেন ১৮৬ গোল। 

২০১৫ সালে লিভারপুল ছেড়ে পাড়ি জমান মার্কিন মুলুকে। সেখানে এলএ গ্যালাক্সিতে দুই মৌসুম খেলেই ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানান স্টিভেন জেরার্ড।

ইংল্যান্ড জাতীয় দলের হয়েও তার ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ইংলিশদের হয়ে চতুর্থ ম্যাচ খেলার রেকর্ড জেরার্ডের দখলে রয়েছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চোটের পর আর্জেন্টিনা স্কোয়াডে করোনার হানা

চোটের পর আর্জেন্টিনা স্কোয়াডে করোনার হানা

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটে জর্জরিত ইতালি

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটে জর্জরিত ইতালি

জানুয়ারিতে ঘোষিত হবে ফিফার বর্ষসেরার নাম

জানুয়ারিতে ঘোষিত হবে ফিফার বর্ষসেরার নাম

বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে পড়লেন পগবা

বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে পড়লেন পগবা