রেকর্ড গড়ে শেষ ষোলোতে লিভারপুল, সঙ্গী রিয়াল-অ্যাথলেটিকো-আয়াক্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৪ এএম, ০৮ ডিসেম্বর ২০২১
রেকর্ড গড়ে শেষ ষোলোতে লিভারপুল, সঙ্গী রিয়াল-অ্যাথলেটিকো-আয়াক্স

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের সব ম্যাচে জয়! এতো ইংলিশ ক্লাবগুলোর জন্য স্বপ্নের মতো ব্যাপার। সেই কাজটাই করেছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে শেষ ১৬ তে উঠেছে লিভারপুল। তাদের সঙ্গী হয়েছে মাদ্রিদের দুই ক্লাব রিয়াল ও অ্যাথলেটিকো এবং আয়াক্স।

অ্যাথলেটিকো মাদ্রিদ, লিভারপুল, এসি মিলান এবং পোর্তোকে নিয়ে গড়া গ্রুপটাকে ভাবা হয়েছিল ডেথ গ্রুপ। সেখানেই সব ম্যাচ জিতে শেষ ১৬ নিশ্চিত করেছে লিভারপুল। এ গ্রুপ থেকে তাদের সঙ্গী হয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

শেষ ম্যাচে এসি মিলানের মুখোমুখি হয়েছিল লিভারপুল। সান সিরোতে সে ম্যাচে পিছিয়ে পড়েছিল সালাহ-মানেরা। তবে সালাহ দারুণ গোলে শেষ পর্যন্ত ম্যাচ নিজেদের করে নেয় ইংলিশ ক্লাবটি।

গ্রুপের অন্য ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে এক রকম উড়ে যায় পোর্তো। অ্যাথলেটিকোর হয়ে গোল করেন গ্রিজম্যান, কোরেয়া এবং রদ্রিগো ডি পল।

অন্য গ্রুপে ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে রিয়ালের মাদ্রিদ জয় তুলে নিয়ে শেষ ১৬-তে পা রেখেছে। যদিও আগেই তাদের শেষ ১৬ নিশ্চিত হয়েছিল। হেরেও শেষ ১৬-তে উঠেছে ইন্টার মিলান।

তবে শেষ ১৬ নিশ্চিত করতে পারেনি বরুসিয়া ডর্টমুন্ড। বেসিকতাসকে ৫-০ ব্যবধানে হেরেও নক আউট পর্ব নিশ্চিত করতে পারেনি। অপরদিকে আয়াক্সের কাছে ৪-২ ব্যবধানে হেরেও নক আউট পর্বে উঠেছে স্পোর্টিং লিসবন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

লিভারপুলের কোচিং প্যানেলে যুক্ত হলেন ক্লাদিও তাফারেল

লিভারপুলের কোচিং প্যানেলে যুক্ত হলেন ক্লাদিও তাফারেল

হার না মানার মানসিকতা রিয়ালের শক্তির জায়গা : আনচেলত্তি

হার না মানার মানসিকতা রিয়ালের শক্তির জায়গা : আনচেলত্তি

জয়ে শুরু ইউনাইটেডের র‍্যাংনিক যুগ

জয়ে শুরু ইউনাইটেডের র‍্যাংনিক যুগ

জাভির বার্সেলোনার প্রথম হার

জাভির বার্সেলোনার প্রথম হার