এমবাপের জোড়া গোলে মোনাকোকে হারালো পিএসজি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩০ এএম, ১৩ ডিসেম্বর ২০২১
এমবাপের জোড়া গোলে মোনাকোকে হারালো পিএসজি

ফ্রেঞ্চ লিগ ওয়ানে নিজের সাবেক ক্লাব মোনাকোর বিপক্ষে জোড়া গোল করে প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি) জয় এনে দিয়েছেন কিলিয়ান এমবাপে। শুধু তাই নয় সাবেক ক্লাবের বিপক্ষে লিগ ওয়ানে নিজের শততম গোল করেছেন এমবাপে।

ম্যাচের ১২তম মিনিটে আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়াকে ডি বক্সে ফাউল করে বসেন ডিবরিল সিডিবি। সেখান থেকে পাওয়া স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপে। এরপর আরও কয়েকবার সুযোগ তৈরি করে ব্যর্থ হয়েছিল পিএসজি।

ম্যাচের ৩০তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি-কিক পায় পিএসজি। তবে সে ফ্রি কিক থেকে গোল পেতে ব্যর্থ হয়েছেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসি।

তবে ফ্রি কিক থেকে গোল করতে ব্যর্থ হলেও বিরতির ঠিক আগ মুহূর্তে এমবাপেকে দিয়ে গোল করান লিওনেল মেসি। মাঝ মাঠে থেকে এমবাপেকে বাড়িয়ে দিয়ে গোল করান তিনি।

এ গোলের মাধ্যমে ২২ বছর ৩৫৭ দিনের মাথায় সবচেয়ে কম বয়সে লিগ ওয়ানে ১০০ গোল করার রেকর্ড গড়লেন কিলিয়ান এমবাপে।

প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ চালিয়ে যায় পিএসজি। তবে আর গোলের দেখা পায়নি। ম্যাচের ৬৪তম মিনিটে আবারও ফ্রি কিক থেকে গোল করতে ব্যর্থ হন লিওনেল মেসি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আট সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার

আট সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার

মেসি-এমবাপের রেকর্ড, দ্বিতীয় রাউন্ডে পিএসজি

মেসি-এমবাপের রেকর্ড, দ্বিতীয় রাউন্ডে পিএসজি

ফিফা বর্ষসেরার তালিকায় মেসি-নেইমার-রোনালদো

ফিফা বর্ষসেরার তালিকায় মেসি-নেইমার-রোনালদো

দীর্ঘদিন পর দুই সতীর্থের মহামিলন

দীর্ঘদিন পর দুই সতীর্থের মহামিলন