দ্রুত সেরে উঠছেন নেইমার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:১৭ পিএম, ১৪ এপ্রিল ২০১৮
দ্রুত সেরে উঠছেন নেইমার

নেইমার গত ফেব্রুয়ারির শেষ দিকে চোট নিয়ে ছিটকে যান নেইমার। তার ফেরা নিয়ে নানা মত শোনা যায় শুরু থেকে। প্রাথমিকভাবে দেড় থেকে দুই মাসের জন্য মাঠের বাইরে থাকার খবর জানা যায়। আবার তার তিন মাস ছিটকে পড়ার গুঞ্জনও বাতাসে ভেসেছে। তবে ব্রাজিল ও পিএসজির জন্য সুখবর, দ্রুত সুস্থ হয়ে উঠছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

নেইমারের ক্লাব কোচ উনাই এমেরি আশার কথা জানালেন, এই মৌসুম শেষ হওয়ার আগেই ফিরতে পারেন ব্রাজিলিয়ান তারকা। ২০ মে কাঁর বিপক্ষে পিএসজি খেলবে মৌসুমের শেষ ম্যাচ। এই সময়ের মধ্যে নেইমারকে ক্লাব জার্সিতে দেখতে আশাবাদী পিএসজি কোচ। বিশ্বকাপের জন্য নিজের ফিটনেস প্রমাণই লক্ষ্য থাকবে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের।

এক সংবাদ সম্মেলনে শুক্রবার এমেরি জানালেন নেইমারের সবশেষ অবস্থা, ‘সবশেষ পরীক্ষার ওপর ভিত্তি করে জানা গেছে, নেইমার ট্রেনিংয়ে ফেরার একেবারে কাছে। তার স্বাস্থ্য পরীক্ষায় ভালো ফল এসেছে। যখন সে এখানে আসবে, আমি নিশ্চিত সে খেলতে চাইবে। মৌসুম শেষ হওয়ার আগে হয়তো সে আমাদের জন্য খেলার সময় পাবে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদোর জোড়া গোলে রিয়ালের জয়

রোনালদোর জোড়া গোলে রিয়ালের জয়

‘রোনালদো অবিশ্বাস্য খেলোয়াড়, থামানো অসম্ভব’

‘রোনালদো অবিশ্বাস্য খেলোয়াড়, থামানো অসম্ভব’

টিম স্পেনের প্রত্যেককে ৮ লাখ ইউরো বোনাস!

টিম স্পেনের প্রত্যেককে ৮ লাখ ইউরো বোনাস!

রোনালদোর গোল ইতিহাসে সেরা, তবে আমার মত নয় : জিদান

রোনালদোর গোল ইতিহাসে সেরা, তবে আমার মত নয় : জিদান