কোচ নিকো কোভাককে বরখাস্ত করলো মোনাকো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০০ পিএম, ৩১ ডিসেম্বর ২০২১
কোচ নিকো কোভাককে বরখাস্ত করলো মোনাকো

কোচ নিকো কোভাককে বরখাস্ত করেছে ফ্রান্সের লিগ ওয়ানের ক্লাব মোনাকো। ক্লাবের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এএফপি বিষয়টি নিশ্চিত করেছে।

বায়ার্ন মিউনিখের সাবেক কোচ কোভাক ২০২০ সালের জুলাইয়ে রবার্ট মোরেনোর কাছ থেকে দুর্বল এ ক্লাবটির দায়িত্ব গ্রহণ করেছিলেন। সে সময় এক বছর বাড়ানোর সুযোগ রেখে তিন বছরের জন্য চুক্তি করা হয়েছিল।

কোচ কোভাকের হাত ধরে পয়েন্ট তালিকার তৃতীয় অবস্থান থেকে ঘরোয়া মৌসুম শেষ করলেও চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে মোনাকো। বর্তমানে ফরাসি লিগের পয়েন্ট তালিকার ষষ্ঠ অবস্থানে থাকা ক্লাবটি টেবিল টপার প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) চেয়ে পিছিয়ে আছে ১৭ পয়েন্টের ব্যবধানে।

শুধু তাই নয়, ৫০ বছর বয়সি সাবেক ক্রোয়েশিয় মিডফিল্ডারের সঙ্গে অধিনায়ক উইসাম বেন ইয়েদার সহ অন্য খেলোয়াড়দের সঙ্গে বিরোধ দেখা দিয়েছে বলে খবর বেরিয়েছে। ২০১৯ সালে বায়ার্ন মিউনিখকে লিগ ও কাপ শিরোপা পাইয়ে দেওয়া কোভাক এর আগে ক্রোয়েশিয় জাতীয় দল ও আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের দায়িত্ব পালন করেছেন।

রোববার (২ জানুয়ারি) ফ্রেঞ্চ কাপে দ্বিতীয় বিভাগের ক্লাব কুইভিলি রুয়েনের বিপক্ষে শেষ ৩২ এর ম্যাচে খেলবে মোনাকো।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

গুঞ্জনের অবসান, ম্যানসিটি থেকে বার্সেলোনায় ফেরান তোরেস

গুঞ্জনের অবসান, ম্যানসিটি থেকে বার্সেলোনায় ফেরান তোরেস

‘অশোভন’ আচরণে নিষিদ্ধ লিঁও সভাপতি

‘অশোভন’ আচরণে নিষিদ্ধ লিঁও সভাপতি

ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হলেন ইতো

ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হলেন ইতো

মেন্ডির বিরুদ্ধে ছয়টি ধর্ষণের অভিযোগ

মেন্ডির বিরুদ্ধে ছয়টি ধর্ষণের অভিযোগ