দেম্বেলেকে বার্সেলোনায় থেকে যেতে বলেছিলেন অবামেয়াং

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১০ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২২
দেম্বেলেকে বার্সেলোনায় থেকে যেতে বলেছিলেন অবামেয়াং

বার্সেলোনার সাথে ফরাসি তারকা উসমান দেম্বেলের সম্পর্ক মোটেই ভালো যাচ্ছিল না। এক পর্যায়ে সেটা পৌছে গিয়েছিল ‘সাপে-নেউলে’ অবস্থায়। যার জন্য মাঠে নামা তো দূরের কথা, বার্সেলোনার অনুশীলনেই উপস্থিত থাকতেন না ফরাসি তারকা।

ইদানিং বার্সার জার্সিতে মাঠে দেখা যাচ্ছে দেম্বেলেকে। এবার জানা গেলো, ফরাসি তারকাকে কাতালান ক্লাবেই থেকে যেতে বলেছিলেন সতীর্থ এমিরিক অবামেয়াং। স্পেনের দুইটি শীর্ষস্থানীয় ক্রীড়া দৈনিককে ব্যাপারটা জানিয়েছেন স্বয়ং অবামেয়াং নিজেই।

বরুশিয়া ডর্ট্মুন্ডে থাকতেই দেম্বেলের সাথে ভালো সম্পর্ক তৈরী হয় অবামেয়াংয়ের। ডর্টমুন্ড থেকে সদ্যই বার্সেলোনায় যোগ দেয়া অবামেয়াং বলেন, ‘এটি খুব বিশেষ কিছু কারণ ডর্টমুন্ডে আমাদের একটি অবিশ্বাস্য বছর ছিল। তিনি (দেম্বেলে) একজন অবিশ্বাস্য খেলোয়াড়।’

অবামেয়াং আরও বলেন, ‘উসমান বল পায়ে সেরাদের একজন। একজন স্ট্রাইকার হিসাবে তিনি অবিশ্বাস্য। সত্যি কথা বলতে, আমি খুব খুশি যে সে এখানে আছে। যখন আমি পৌঁছালাম (বার্সেলোনায়) তখন আমি তাকে বলেছিলাম, তোমাকে কেখানে থাকতে হবে ম্যান।’

দেম্বেলে বার্সেলোনায় থাকবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। তবে অবামেয়াং মনে করেন কোনো কিছুই অনিশ্চিত নয়। তিনি বলেন, ‘আমি জানি না। তবে আমি বলতে পারি যে জীবনে সবকিছুই সম্ভব।’

ফুটবল পাড়ায় গুঞ্জন, বার্সেলোনায় যোগ দিচ্ছেন আর্লিং হল্যান্ড। এই বিষয়ে অবামেয়াংয়ের কাছে জানতে চাইলে বেশ উচ্ছ্বাসিত হয়ে এই তারকা বলেন, ‘আমি সবসময় সতীর্থদের সাথে সুস্থ প্রতিযোগিতার জন্য প্রস্তুত। সে যদি বার্সেলোনায় যোগ দেয় তাহলে তার সাথে খেলাটা সম্মানের হবে।’

হল্যান্ডে মুগ্ধ অবামেয়াং বলেন, ‘আমি একজন কোচ নই। তবে আমি মনে করি সে একজন তারকা। সে অনেক গোল করে। তার খুব ভালো শরীর এবং অনেক গতি আছে। সে অনেক দৌড়াতে পারে। এটা অবিশ্বাস্য। তার বয়সের জন্য ইতিমধ্যে বিশ্বের সেরাদের একজন হয়ে উঠেছে।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসির সাথে নিজের মিল খুঁজে পান টেন্ডুলকার

মেসির সাথে নিজের মিল খুঁজে পান টেন্ডুলকার

নেশনস কাপ জয়, সাদিও'র নামে সেনেগালে হচ্ছে স্টেডিয়াম

নেশনস কাপ জয়, সাদিও'র নামে সেনেগালে হচ্ছে স্টেডিয়াম

টঙ্গী থেকে সরে সেই বসুন্ধরা কিংসেই ফিরছে বাফুফে

টঙ্গী থেকে সরে সেই বসুন্ধরা কিংসেই ফিরছে বাফুফে

কোচের সাথে দ্বন্দ্বে জাতীয় দল ছাড়লেন চেলসি তারকা জিয়াশ

কোচের সাথে দ্বন্দ্বে জাতীয় দল ছাড়লেন চেলসি তারকা জিয়াশ