ছয় ভেন্যুতে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৯ পিএম, ২২ এপ্রিল ২০১৮
ছয় ভেন্যুতে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল

ফাইল ফটো

দেশের ৩৫ জেলা দলকে নিয়ে মঙ্গলবার শুরু হচ্ছে জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপ। ছয়টি ভেন্যুতে প্রাথমিক পর্বের এ খেলা অনুষ্ঠিত হবে।

রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাফুফের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন। এ সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের কর্মকর্তাসহ ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছয়টি ভেন্যু হলো- গাজীপুরের শহীদ বরকতউল্লাহ স্টেডিয়াম, গোপালগঞ্জের শেখ মনি স্টেডিয়াম, নীলফামারী জেলা স্টেডিয়াম, রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি জেলা স্টেডিয়াম, লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম এবং খুলনার মেট্রোপলিটন পুলিশ লাইন মাঠ।

পাঁচ ভেন্যুতে মঙ্গলবার থেকে খেলা শুরু হলেও গাজীপুর স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় দু’দিন পর থেকে খেলা গড়াবে। ৩০ এপ্রিল থেকে চূড়ান্ত পর্বের খেলা শুরু হবে। প্রাথমিক পর্বে নকআউট পর্বে এবং চূড়ান্ত পর্বে লিগ পদ্ধতিতে খেলাগুলো অনুষ্ঠিত হবে।

প্রত্যেকটি ম্যাচ দুই অর্ধে ৩৫ মিনিট করে ৭০ মিনিট ব্যপ্তির। নির্ধারিত সময়ে মীমাংসিত না হলে খেলা সরাসরি টাইব্রেকারের মাধ্যমে ফল নির্ধারিত হবে। ছয় ভেন্যুর চ্যাম্পিয়ন ছয়টি দল এবং সেরা দুই রানার্সআপ চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।


শেয়ার করুন :


আরও পড়ুন

১৪ হাজার ইয়াবাসহ নারী ক্রিকেটার গ্রেফতার

১৪ হাজার ইয়াবাসহ নারী ক্রিকেটার গ্রেফতার

ঢাকা আসছেন ভারতের প্রতিবন্ধী ক্রিকেটারা

ঢাকা আসছেন ভারতের প্রতিবন্ধী ক্রিকেটারা

সেভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন বার্সা

সেভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন বার্সা

রোনালদোর বেতন বাড়াচ্ছে রিয়াল

রোনালদোর বেতন বাড়াচ্ছে রিয়াল